মার্কিন সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, সম্প্রতি শিকাগোয় অনুষ্ঠিত মার্কিন অলিম্পিক ক্রীড়াবিদদের প্রেস ব্রিফিংয়ে বহু ক্রীড়াবিদ তাদের পেইচিং অলিম্পিক প্রত্যাশার কথা বর্ণনা করেছেন।
মার্কিন ফুটবল খেলোয়াড় অ্যাব্বি ওয়াম্বাক বলেন, আমাদের লক্ষ্য হলো সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বেশি পদক জেতা। এবং বিশ্ব শান্তি ও অলিম্পিক চেতনা প্রচার করা।
আরেকজন ফুটবল খেলোয়াড় ওলাইলি বলেন, কিছু লোকের অলিম্পিকের ইতিবাচক ভূমিকার অবজ্ঞামূলক মতামতের জন্য আমি খুব দুঃখিত।
বিখ্যাত সাঁতারু মাইকেল ফেলপস বলেন, আমি বেশ কয়েক বার পেইচিংয়ে গিয়েছি, তাদের মুখ দেখে ৱমনের আনন্দ বোঝা যায়। চলতি বছর অলিম্পিক বর্ষ। তাই অলিম্পিক নিয়ে আমার অনেক প্রত্যাশা।
'ওয়াল্ড জার্নালে' প্রকাশিত খবরে বলা হয়, কিছু মার্কিন সংবাদ মাধ্যম রাজনীতি ও অলিম্পিককে এক করে দেখছে। অথচ কিন্তু ক্রীড়াবিদদের লক্ষ্য হলো ক্রীড়া ক্ষেত্রের বিনিময়। তারা দেশের জন্য মর্যাদা অর্জন বয়ে আনতে চান। অলিম্পিকের ওপরে রাজনৈতিক ইস্যুর নেতিবাচক প্রভাব তারা দেখতে চান না। (ইয়াং ওয়েই মিং)
|