v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-04-21 15:19:07    
"২০০৮ সাল আমার চীন বর্ষ": সাদ আল শামারি

cri
 পেইচিং অলিম্পিক গেমসের মশাল হস্তান্তর সুশৃঙ্খলভাবে চলছে। ১৪ এপ্রিল শিখা অনির্বান মধ্যপ্রাচ্য অঞ্চলের একমাত্র মশাল দেশ, আরব উপদ্বীপের পূর্বাঞ্চলে অবস্থিত ওমানের রাজধানী মাসকাটে যায়। মাসকাট তার সুন্দর প্রাকৃতিক দৃশ্যর জন্য বিশ্ববিখ্যাত। অলিম্পিক মশালকে স্বাগত জানানোর জন্য ওমানের মশাল বাহকের তালিকায় অন্যতম নামটি হলো মধ্যপ্রাচ্যের বিখ্যাত ফুটবল খেলোয়াড় ও কাতার জাতীয় ফুটবল দলের নেতা সাদ আল শামারি। আমাদের বেতারের সংবাদদাতাকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, ২০০৮ সালে চীনের সঙ্গে তাঁর ভাগ্যকে ঘনিষ্ঠভাবে জড়িয়ে গেছে। তিনি আরো বলেন,

    পেইচিং অলিম্পিক গেমসের মশাল হস্তান্তরে আমার অংশ নেয়ার খবর শুনে আমি আবেগাক্রান্ত হয়ে পড়ি। এতে আমি খুব আনন্দিত। কারণ এর মধ্য দিয়ে এই মহা ক্রীড়া সম্মিলনীতে আমার অংশ নেয়ার সুযোগ হয়েছে। বিশেষ করে আমি আমার দেশ কাতারের প্রতিনিধিত্ব করতে পেরেছি।

    তিনি বলেন, অলিম্পিক গেমসের মশাল হস্তান্তর অনুষ্ঠানে অংশগ্রহণ একজন খেলোয়াড়ের জীবনে একটি বড় গৌরবজনক ঘটনা। এটা প্রত্যেক খেলোয়াড়ের স্বপ্ন। তিনি আরো বলেন,

    আমি এই গৌরবের অংশীদার হতে যাচ্ছি এই খবর শুনে সঙ্গে সঙ্গে ঐ গুরু দায়িত্ব পালনের সিদ্ধান্ত নেই। পাশাপাশি আমি চীনা বন্ধুদেরকে ধন্যবাদ জানাতে চাই। তারা আমাকে এই সুযোগ দিয়েছেন বলে।

    আসলে ২০০৮ সালের শুরুতেই চীনের সঙ্গে সাদের ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে ওঠে। কারণ ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিশ্ব কাপ ফুটবল প্রতিযোগিতার বাছাই পর্বের প্রতিযোগিতার এশিয়া এলাকার ২০টি সেরা দলের প্রতিযোগিতায় কাতার, চীন, ইরাক এবং অস্ট্রেলিয়া ক গ্রুপে পড়েছে। সাদের নেতৃত্বাধীন কাতার দল ২ ও ৭ জুন পৃথক পৃথকভাবে কাতারের দোহাই এবং চীনের থিয়ান চিনে চীন দলের সঙ্গে দু'টি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় অংশ নেবে। ইতোমধ্যে তিনি পেইচিং অলিম্পিক গেমসের মশাল যাত্রায় অংশ নিয়েছেন। তাই বলা যায়, ২০০৮ সাল নিঃসন্দেহে সাদের জন্য চীন বর্ষ। তাঁর চীন বর্ষে সাদের স্বপ্ন হচ্ছে কাতার দল এবং চীনের দল হাতে হাত মিলিয়ে দক্ষিণ আফ্রিকার ফুটবল বিশ্ব কাপে কোয়ানিফাই করা। তিনি বলেন,

    আমাদের ক গ্রুপের প্রতিটি দল খুব শক্তিশালী। আমি আশা করি, প্রতিটি দল ভালো খেলবে।

    সায়াদ আরো বলেন, তাঁর ২০০৮ চীন বর্ষে আরেকটি মহা ঘটনা চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠা। তার দেশ কাতার আনুষ্ঠানিকভাবে ২০১৬ সালের অলিম্পিক গেমস আয়োজনের আবেদন করেছে। তিনি মনে করেন, আসন্ন পেইচিং অলিম্পিক গেমস অবশ্যই কাতারের জন্য কার্যকর অভিজ্ঞতা যোগাবে। সাফল্যের সঙ্গে কাতার অলিম্পিক গেমস আয়োজনের জন্য পেইচিং-এর অভিজ্ঞতা সহায়ক হবে। তিনি বলেন,

    সত্যি, পেইচিং অলিম্পিক গেমসের প্রস্তুতি কাজ খুব ভাল। আমরা দেখেছি, অলিম্পিক গেমসের সফলতা সুনিশ্চিত করার জন্যে যথাসাথ্য চেষ্টা চালিয়ে আসছে পেইচিং। এ ক্ষেত্রে কাতার ২০১৬ সালের অলিম্পক গেমসের জন্য আবেদন করেছে। কাতার পেইচিং-এর কাছ থেকে অনেক অভিজ্ঞতা শিখতে পারবে। ফলে দু'দেশের ক্রীড়া সহযোগিতাও আরো ত্বরান্বিত হবে।

    আমাদের সংবাদদাতাকে দেয়া সাক্ষাত্কারে তিনি জোর দিয়ে বলেন, তিনি শুনেছেন, পশ্চিমা দেশের কিছু লোক রাজনৈতিকভাবে পেইচিং অলিম্পিক গেমস বর্জন করার অপচেষ্টা চালাচ্ছে। একজন খেলোয়াড় হিসেবে তিনি রাজনীতির সঙ্গে ক্রীড়াকে সংযুক্ত করার আচরণের বিরোধিতা করেন। তিনি বলেন,

    কোনো দেশেরই রাজনীতির সঙ্গে ক্রীড়াকে সম্পৃক্ত করা উচিত নয়। কোনো প্রতিরোধই পেইচিং অলিম্পিক গেমসে প্রভাব ফেলতে পারবে না। আমি আশা করি, সব দেশ সম্মিলিতভাবে পেইচিং অলিম্পিক গেমসকে সফল করার চেষ্টা করবে। রাজনীতির সঙ্গে ক্রীড়ার কোনো সম্পর্ক নেই।

    সাদ বিশ্বাস করেন, পেইচিং অলিম্পিক গেমস অবশ্যই সফল হবে এবং ইতিহাসের সবচেয়ে চমত্কার গেমসে পরিণত হবে।

    তিনি আমাদের বেতারের মাধ্যমে পেইচিং এবং অলিম্পিক গেমসের জন্য শুভ কামনা করেছেন।

    পেইচিং অলিম্পিক গেমস সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে এবং সফল হবে আমি এই শুভ কামনা করি। (লিলি)