v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-04-18 20:50:18    
অলিম্পিক গেমস চলাকালে পেইচিংয়ের জলবায়ুর গুণগতমান নিশ্চিত থাকবে

cri
    অলিম্পিক গেমস চলাকালে পেইচিংয়ের গুণগতমান সবসময়ই বিভিন্ন ক্ষেত্রের দৃষ্টি আকর্ষণের একটি জ্বলন্ত সমস্যা । এ জন্য পেইচিং নানা ব্যবস্থা নিয়েছে । পেইচিং শহরের পরিবেশ তত্ত্বাবধান কেন্দ্রের একটি সর্বশেষ পরিসসংখ্যানে জানা গেছে , এ বছরের প্রথম তিন মাসের মধ্যে৬৭ দিনে পেইচিংয়ের জলবায়ুর গুণগতমান মানদন্ড সম্পন্ন হয়েছে। এটা ইতিহাসে গত ৯ বছরের সমকালীন সময়ের সবচেয়ে ভাল মান । পেইচিংয়ের পরিবেশ রক্ষা বিষয়ক কর্মকর্তা বলেছেন , পেইচিংয়ের আবহাওয়ার গুণগতমান উন্নত করার জন্য চীন যে প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তবায়ন করে অলিম্পিক গেমসে অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের জন্য একটি আরামদায়ক পরিবেশ সৃষ্টি করতে সক্ষম হবে ।

    দক্ষিণ কোরিয়ার সোন চুনহুয়া এখন চীনা গণ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন । তিনি বলেন , গত ৬ বছরে পেইচিংয়ের জলবায়ুর গুণগতমানের উন্নতি তিনি অনুভব করতে পেরেছেন । তিনি বলেন , ৬ বছর আগের তুলনায় এখন পেইচিংয়ের জলবায়ুর গুণগতমান অনেক ভাল হয়েছে । আজকাল বসন্তকালে ধুলাবালির পরিমাণ অনেক কমেছে । জনসাধারণের পরিবেশ রক্ষার চেতনারও অনেক উন্নতি হয়েছে ।

    ২০০১ সালে পেইচিং অলিম্পিক গেমস আয়োজনের আবেদন অনুমোদনের সময় চীন প্রতিশ্রুতি দিয়েছিল যে, অলিম্পিক গেমস চলাকালে পেইচিংয়ের জলবায়ুর গুণগতমান রাষ্ট্রীয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মানদন্ডে পৌঁছবে । গত ৭ বছরে পেইচিংয়ের আবহাওয়ার গুণগতমানের বিরাট পরিবর্তন ঘটেছে ।

    পেইচিং পরিবেশ রক্ষা ব্যুরোর উপপ্রধান তু শাওচুং জানান , ১৯৯৮ সাল থেকে এ পর্যন্ত পেইচিং পৌর সরকার কয়লা , যান্ত্রিক গাড়ি , শিল্প ও ধূলাবালির দূষণ কমানোর জন্য পরপর ২০০রও বেশি ব্যবস্থা নিয়েছে এবং চমত্কার সাফল্য অর্জন করেছে । এখন পেইচিংয়ের কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন ডাইঅক্সাইডের দূষিত পদার্থনিঃসরণের পরিমাণ নির্ধারিতমানদন্ডে পৌঁছেছে এবং ধূলিকণার পরিমাণ বিপুলমাত্রায় কমেছে । পেইচিংয়ের নীল আকাশের দিন ইতোমধ্যে ১৯৯৮ সালের ১০০ থেকে ২০০৭ সালের ২৪৬ দিনে বেড়েছে ।

    এখন পেইচিং অলিম্পিক গেমসের আরও শতাধিক দিন বাকি । তিনি বলেন , অলিম্পিক গেমস চলাকালে জলবায়ুর গুণগতমান নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট বিভাগগুলো আরও জোরালো ব্যবস্থা নেবে । তিনি বলেন , একঃ জুন মাসের শেষ দিকে কয়লা ব্যবহারকারী বয়লার নিঃসরণে নতুন মানদন্ডসহ আরও কঠিন নিঃসরণ মানদন্ড গ্রহণ করা হবে । ধাতুঢালাই শিল্প , নির্মাণ উপাদান, তেল শোধন এবং তেল ও রসায়ন শিল্পপ্রতিষ্ঠানের নিঃসরণ আরও কঠিন মানদন্ডেপৌঁছাতেহবে । দুইঃ বেশী গ্যাস নির্গমন করে এমন যান্ত্রিক গাড়ি প্রত্যাহার ও নিয়ন্ত্রণকে তরান্বিত করা হবে । জুন মাসের শেষ দিকে ১৫০০ বাস ও ২০০০ ট্যাক্সি বদলানো হবে ।

জানা গেছে , অলিম্পিক গেমস চলাকালে রাজধানী লৌহ-ইস্পাত কোম্পানি সহ ২১টি প্রধান দুষিত পদার্থ নিঃসরণ শিল্পপ্রতিষ্ঠানের উত্পাদনের পরিমান কমিয়ে দেয়া বা বন্ধ করাসহ পেইচিং কয়েকটি স্বল্পকালীণ ব্যবস্থা নেবে ।

    এর পাশাপাশি পেইচিংয়ের নাগরিকরা স্বয়ংক্রিয়ভাবে পেইচিংয়ের আবহাওয়া উন্নত করার কিছু কার্যক্রম হাতে নিয়েছেন । ধরা যাক , গাড়ির গ্যাস নির্গমন কমানোর জন্য তারা ব্যক্তিগত গাড়ি চালানোর সময় কমিয়ে দেয়ার প্রস্তাব করেছেন । তাদের এই প্রস্তাব পেইচিংয়ের লক্ষ লক্ষ নাগরিকের সাড়া পেয়েছে । চৌ ইয়োলিন তাদের মধ্যে একজন । তিনি বলেন, অলিম্পিক গেমস দিন দিন ঘনিয়ে আসছে । একটি সুন্দর পরিবেশ সৃষ্টির জন্য আমি মাসে কম পক্ষে একদিন নিজের গাড়ি চালানো থেকে বিরত থাকি । সবুজায়ন যাত্রা আমাদের স্বাস্থ্যের জন্য কল্যাণকর ।

    পেইচিং পরিবেশ রক্ষা ব্যুরোর উপপ্রধান তু শাওচুং বলেন , অলিম্পিক গেমসের আগে বা চলাকালে পেইচিং এবং তার আশেপাশের ৫টি প্রদেশ, স্বায়ত্তশাসিত অঞ্চল ও মহানগর আরও কঠিন ব্যবস্থা নেবে যাতে জলবায়ুর গুণগতমান নিশ্চিত করা যায় । বিশেষজ্ঞরা মনে করেন , এই সব ব্যবস্থার বাস্তবায়ন থেকে প্রমাণিত হয়েছে যে , সাধারণ আবহাওয়ার অবস্থায় অলিম্পিক গেমস চলাকালে পেইচিংয়ের জলবায়ুর গুণগতমান রাষ্ট্রের ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মানদন্ডে পৌঁছতে সক্ষম হবে এবং অপরিবর্তিত থাকবে। --চুং শাওলি