অলিম্পিক কমিটির স্থায়ীঅবৈতনিক চেয়ারম্যান জুয়ান আন্টোনিও সামারাঞ্চ সম্প্রতি স্পেনের লা ভানগুয়ার্দিয়া পত্রিকায় দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন, অলিম্পিক গেমসের মাধ্যমে চীনের বিরোধিতা করা ন্যায়হীন আচরণ ।
তিনি বলেন, বিশ্বের ৪ ভাগের ১ ভাগ লোকসংখ্যা চীনে রয়েছে । ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে চীন চমত্কার উন্নয়ন অর্জন করেছে । এ ধরনের দেশের অলিম্পিক গেমস আয়োজনের পুর্ণ যোগ্যতা আছে । তিনি বলেন, অলিম্পিক গেমস হলো ক্রীড়ার মহা সম্মিলনী। চীনের নীতি সম্পর্কে দ্বিমত থাকলে তা জাতিসংঘে দাখিল করা উচিত ।
তিনি অলিম্পিক মশাল হস্তান্তরে হস্তক্ষেপের তীব্র নিন্দা করেন এবং মনে করেন, তা পরিকল্পনা অনুযায়ী চীনের বিরুদ্ধে চালানো আচরণ এবং অগ্রহণযোগ্য । তিনি দৃঢ়তার সঙ্গে অলিম্পিক গেমস বয়কট করার আচরণের বিরোধিতা করেন । তিনি বলেন, অলিম্পিক গেমস বয়কট করলে বিরোধিতাকারী দেশগুলোর খেলোয়াড়দের ওপর শাস্তি আরোপ করা হবে । রাজনীতিবিদদের অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করা কোনো অর্থ নেই ।
(ছাও ইয়ান হুয়া)
|