নিরাপত্তা সুরক্ষার ক্ষেত্রে কড়াকড়ি ব্যবস্থা নেয়ার ফলে মশাল হস্তান্তর অনুষ্ঠান পরিদর্শনের জন্য দর্শকদের অনেক অসুবিধা হয়েছে। কিন্তু নয়া দিল্লীর নাগরিকরা উত্সাহের সঙ্গে মশাল হস্তান্তরকে স্বাগত জানিয়েছেন ও সমর্থন করেছেন। মশাল হস্তান্তরের পথে পরিদর্শকরা আন্তরিক হর্ষধ্বনি এবং হাতে শ্লোগান লেখা প্লেকার্ড ও পতাকা নিয়ে পেইচিং অলিম্পিক গেমসকে শুভেচ্ছা জানিয়েছেন।
মশাল হস্তান্তর সমাপ্তি অনুষ্ঠানে ভারতের অলিম্পিক কমিটির চেয়ারম্যান সুরেশ কারমাদি উপস্থিত দর্শকদের প্রশংসা করেছেন ও মশাল বাহকদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন,
(রে ১)
'আজ আমি মশাল হস্তান্তরে অংশগ্রহণকারী মশাল বাহকদের ধন্যবাদ জানাই। তাঁরা ক্রীড়ার প্রতি সম্মান ও অলিম্পিকের দায়িত্ব পালন করেছেন। আমি নিরাপত্তা সুরক্ষা ব্যবস্থার কারণে দর্শকদের অসুবিধা সৃষ্টি হওয়ার জন্য দুঃখ প্রকাশ করছি। কিন্তু আমি বিশ্বাস করি, সবাই বিষয়টি অনুষ্ঠান করতে পারবেন। কারণ অলিম্পিকের মশাল হস্তান্তরের নিরাপত্তা সুরক্ষা খুবই গুরুত্বপূর্ণ।'
1 2 3 4
|