পেইচিং অলিম্পিক সাংগঠনিক কমিটির সংস্কৃতি বিভাগের প্রধান জাও তুং মিং ১৫ এপ্রিল জানান, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি'র ২০৫টি সদস্য দেশ ও অঞ্চল পেইচিং অলিম্পিক ইয়ুথ ক্যাম্পে অংশ নেওয়ার জন্য তরুণ-তরুণী প্রতিনিধি পাঠাবে।
তিনি বলেন, পেইচিং অলিম্পিক ইয়ুথ ক্যাম্পের শ্লোগান হলো 'তরুণ প্রজন্মই ভবিষ্যত স্রষ্ঠা' । ক্যাম্পের প্রভীন তিনটি বিষয় হলো অলিম্পিক অনুভব করা, চীনকে জানা এবং মৈত্রী ত্বরান্বিত করা। তারা অলিম্পিক গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান এবং প্রতিযোগিতা দেখতে পারবে, অলিম্পিক স্টেডিয়াম পরিদর্শন করতে পারবে এবং পেইচিংয়ের সাধারণ মানুষের জীবন সম্পর্কে জানতে পারবে।
জানা গেছে, পেইচিং অলিম্পিক ইয়ুথ ক্যাম্প ৮ থেকে ২৬ আগস্টপর্যন্ত চলবে। ক্যাম্পে ১৬ থেকে ১৮ বছরের মধ্যে বয়স এমন ৮০০জন তরুণ-তরুণী অংশ নিতে পারে। (ইয়াং ওয়েই মিং)
|