v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-04-17 20:41:31    
স্বাধীন তিব্বতের বিরোধিতা করা  বিদেশে বসবাসকারী  চীনাদের  আশাআকাঙ্ক্ষা

cri
    দালাই চক্র চীনের তিব্বতের লাসায় ১৪ মার্চ যে সহিংস ঘটনা ঘটিয়েছে এবং স্বাধীন তিব্বত পন্থীরা যথেচ্ছাভাবে বিদেশে পেইচিং অলিম্পিক গেমসের মশাল হস্তান্তরেযে বাধার সৃষ্টি করেছে তা দেশ বিদেশের চীনাদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার করেছে ।বিদেশে বসবাসকারী চীনারা অলিম্পিক গেমসের পবিত্র অগ্নি রক্ষার জন্য স্বয়ংক্রিয়ভাবে সমবেত হন এবং দালাই চক্রের প্রতারণামূলক প্রচারণার দিক উদ্ঘাটন করেন । স্বাধীন তিব্বতের বিরোধিতা করা এবং দেশকে বিভক্তির বিরোধিতা করা দেশবিদেশের চীনাদের অভিন্ন আশাআকাঙক্ষায় পরিণত হয়েছে ।

    লন্ডনে বসবাসকারী চীনারা ঢাকঢোল বাজিয়ে অলিম্পিক গেমসের পবিত্র অগ্নির আগমনকে স্বাগত জানান ।

    ফ্রান্সে বসবাসকারী চীনারা প্যারিসে পবিত্র অগ্নি রক্ষার সময় উচ্চকন্ঠে গণ প্রজাতন্ত্রী চীনের জাতীয় সংগীত গেয়েছেন।

    ---৩---সান ফ্রান্সিস্কোয় অলিম্পিক গেমসের পবিত্র মশাল রিলের সময়ে প্রবাসী চীনারা মিথ্যাবাদী মিথ্যাবাদী বলে দালাই চক্রের প্রতারণামূলক প্রচারণার নিন্দা করছেন ।

    সর্বজনবিদিত এই যে , চীনের ঐতিহ্যিক সংস্কৃতির প্রভাবে বিদেশে বসবাসকারী চীনারা সাধারণত যার যার এলাকায় শান্তিপূর্ণ ও বিনয়ের সঙ্গে জীবনযাপন করছেন । কিন্তু এবার যখন স্বাধীন তিব্বত পন্থীরা অলিম্পিক গেমসের পবিত্র অগ্নি অবমাননা করে যথেচ্ছভাবে কয়েকটি পাশ্চাত্য সংবাদ মাধ্যমে চীনের রাষ্ট্রীয় ভাবমূর্তি বিকৃত করে , যখন স্বাধীন তিব্বত পন্থীরা পবিত্র মশাল হস্তান্তরের সুযোগে গুজব করে তিব্বতকে চীনের কাছ থেকে বিভক্ত করার অপচেষ্টা করে তখন প্রবাসী চীনারা তা কিছুতেই সহ্য করতে পারেন নি। তারা স্পষ্টভাবে বিশ্ব জনগণ ও বিশ্ব মাধ্যমগুলোর সামনে দাঁড়িয়ে তাদের দেশপ্রেমের মনোভাব প্রকাশ করেন ।

    দালাই চক্রের প্রতারণা ও কয়েকটি পাশ্চাত্য সংবাদমাধ্যমের অবাস্তব প্রচারণার প্রভাবে পাশ্চাত্যের কয়েকটি দেশের লোকজন তিব্বতের ইতিহাস এবং ১৪ মার্চের সহিংস ঘটনার আসল উদ্দেশ্য জানেন না বলে বিদেশে বসবাসকারী চীনারা ঐকবদ্ধ হয়ে অলিম্পিক গেমসের পবিত্র অগ্নি রক্ষার পাশাপাশি সমাবেশ করে এবং ইন্টারনেটের মাধ্যমে নিজেদের আশাআকাঙক্ষা ব্যক্ত করেছেন । তারা বিদেশীদেরকে তিব্বতের ইতিহাস অবহিত করেন এবং দালাই চক্রের মাতৃভূমিকে বিভক্ত করার চক্রান্ত উদ্ঘাটন করেন। কানাডার রাজধানীতে এক সমাবেশে একজন প্রবাসী চীনা তিব্বতের ইতিহাস বর্নণা করে বলেন , ---৪--- চীনের একটি অংশ হিসেবে তিব্বতের ইতিহাস সাতশ বছরের পুরোনো । নানা লিপিবদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক পুরাকীর্তি থেকে বোঝা যায় যে, ইউয়ান রাজবংশের আমলে তিব্বত চীনে অন্তর্ভুক্ত হয় এবং আজ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের পরিচালনা ও শাসনাধীনে রয়েছে । পরবর্তী কয়েকশ' বছর ধরে চীনের একটি

    প্রশাসনিক অঞ্চল হিসেবে তিব্বতের অবস্থান অপরিবর্তিত রয়েছে ।

    ফ্রান্সের ২ নং টেলিভিশন কেন্দ্রের এক অনুষ্ঠানে একজন চীনা ছাত্র ফরাসী বন্ধুদেরকে তথাকথিত " লাসার হত্যাকান্ড" সম্পর্কে দালাই চক্র যে মিথ্যা প্রচার করছে তা খন্ডন করে দিয়েছে ।

    একটানা কয়েক দিন ধরে লন্ডন থেকে প্যারিস , সানফ্রান্সিসকো থেকে বুয়েনসআয়ারিস পর্যন্ত বিদেশে বসবাসকারী চীনারা অলিম্পিক গেমসের পবিত্র অগ্নি রক্ষা এবং স্বাধীন তিব্বতের বিরোধিতা করার লক্ষ্যে বিশ্বব্যাপী ব্যাপক কার্যক্রম চালিয়েছেন । তাদের দেশপ্রেমের আন্তরিকতা সবাইকে মুগ্ধ করেছে ।

    স্পেনের একটি প্রবাদ আছে , মিথ্যা কথা ঘোড়ার মতো দ্রুততর ছড়িয়ে পড়ে , কিন্তু বাস্তব ঘটনা তাকে ধাওয়া করতে পারে । বিদেশে বসবাসকারী চীনাসহ বিশ্বের সব ন্যায়পরায়ন মানুষের উদ্ঘাটনে স্বাধীন তিব্বত পন্থীদের পেইচিং অলিম্পিক গেমসকে বানচাল করার এবং মাতৃভূমিকে বিভক্ত করার অপচেষ্টা ব্যর্থ হয়ে গেছে । প্রতারিত কিছু মানুষ ঘটনার আসল উদ্দেশ্য উপলব্ধি করতে পেরেছেন ।

    ---৬--- চিরকালের জন্য চীনকে বিভক্ত করতে দেয়া হবে না । এটা অষ্ট্রেলিয়ায় বসবাসকারী চীনাদের শ্লোগান । এ থেকে সারা বিশ্বের চীনাদের বিভক্তির বিরোধিতা করার আশাআকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে । চীনকে বিভক্ত করার যে কোনো ষড়যন্ত্র ব্যর্থ হবেই । --চুং শাওলি