ভারতের সময় ১৭ এপ্রিল রাত একটায় পেইচিং অলিম্পিক গেমসের মশাল ইসলামাবাদ থেকে নয়া দিল্লী উদ্দেশ্যে রওয়ানা হয়ে গেছে।
ভারতে চীনা রাষ্ট্রদূত চাং ইয়ান ও ভারতের অলিম্পিক কমিটির চেয়ারম্যান সুরেশ কালমাদি বিমান বন্দরে সম্বর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে পেইচিং অলিম্পিক গেমসের মশালকে স্বাগত জানান।
স্থানীয় সময় ১৭ এপ্রিল বিকাল চারটায় নয়া দিল্লীর প্রেসিডেন্ট ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত মশালটি হস্তান্তর করা হয়েছে। ৪৭জন ক্রীড়াবিদসহ ৭০জন মশাল বাহক মশাল হস্তান্তরে অংশ নিয়েছেন।
১৮ এপ্রিল পেইচিং অলিম্পিক গেমসের মশাল থাইল্যান্ডের রাজধানী বাংককের উদ্দেশ্যে রওয়ানা দেবে।
ছাই ইউয়ে
|