v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-04-16 19:38:50    
চীন ও বৃটেনের প্রথমঅর্থনীতি ও অর্থ বিষয়ক সংলাপ পেইচিংয়ে অনুষ্ঠিত

cri
    চীন ও বৃটেনের মধ্যে প্রথম অর্থনীতি ও অর্থ বিষয়ক সংলাপ ১৫ এপ্রিল পেইচিংয়ে অনুষ্ঠিত হয়েছে । দুপক্ষ "চীন ও বৃটেনের অর্থনৈতিক সহযোগিতা" শিরোনামে সংলাপে দুদেশের টেকসই অর্থনীতরউন্নয়ন, আর্থিক পরিসেবামূলক সহযোগিতা এবং অর্থনীতির বিশ্বায়নের সুযোগ ও চ্যালেঞ্জসহ তিনটি আলোচ্য বিষয় নিয়ে গভীরভাবে আলোচনার পর ঐক্যমত্যে পৌঁছেছে ।

    দিনব্যাপী সংলাপটিতে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাওয়ের বিশেষ দূত, উপপ্রধানমন্ত্রী ওয়াং ছিশান এবং বৃটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের ব্রান্টের বিশেষ প্রতিনিধি, অর্থমন্ত্রী আলিষ্টেয়ার ডার্লিং নিজ নিজ দেশের অর্থনীতি , অর্থ, তহবিল , বাণিজ্য ও পররাষ্ট্র বিষয়ক কর্মকর্তাদের নিয়ে সংলাপে অংশ নিয়েছেন ।

    সংলাপ শেষে ওয়াং ছিশান ও ডার্লিং যৌথভাবে দেশিবিদেশী সংবাদদাতাদের সাক্ষাত্কার দিয়েছেন । দুপক্ষ মনে করেন , এবারের সংলাপ চীন-বৃটেনের অর্থনীতি ক্ষেত্রের পারস্পরিক কল্যাণ ও সহযোগিতা জোরদার এবং দুদেশের সার্বিক কৌশলগত অংশদারীত্বের সম্পর্কের উন্নয়নেসহায়ক হবে । ওয়াং ছিশান বলেন , " চীন ও বৃটেনের অর্থনৈতিক সহযোগিতা" শিরোনামে সংলাপে দুপক্ষ চীন ও বৃটেনের অর্থনীতির টেকসই উন্নয়ন , তহবিল পরিসেবামূলক সহযোগিতা এবং অর্থনীতির বিশ্বায়নের সুযোগ ও চ্যালেঞ্জের বিষয় নিয়ে খোলামনে মত বিনিময় করেছেন । এবারের সংলাপ অনুষ্ঠান থেকে প্রমাণিত হয়েছে যে , চীন ও বৃটেনের অর্থনীতি ও অর্থ সম্পর্কিতউপপ্রধানমন্ত্রী পর্যায়ের সংলাপ ব্যবস্থা গড়ে তোলা সম্পর্কে দুদেশের প্রধানমন্ত্রীর ঐকমত্য বাস্তবায়িত হয়েছে । এটা অর্থনীতিরবিভিন্ন ক্ষেত্রে দুদেশের সহযোগিতা জোরদার এবং দুদেশের সার্বিক কৌশলগত অংশীদারীত্বের সম্পর্কের উন্নয়ন তরান্বিত করার পক্ষে সহায়ক হবে ।

    অর্থনৈতিক ও আর্থিক ক্ষেত্রে চীন ও বৃটেনের সহযোগিতা তরান্বিত , গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আর্থিক সমস্যার ব্যাপারে দুদেশের যোগাযোগ জোরদার , ঐকমত্য সম্প্রসারণ এবং সার্বিক কৌশলগত অংশীদারীত্বের সম্পর্ক সুদৃঢ় করার জন্য চীন ও বৃটেনের অর্থনৈতিক সংলাপ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে । এ বছরের শুরুতে চীন সফরকালে বৃটেনের প্রধানমন্ত্রী ব্রাউন ও চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও এক মত হয়েছেন যে , দুদেশের উপমন্ত্রী পর্যায়ের আর্থিকসংলাপকে উপপ্রধানমন্ত্রী পর্যায়ের অর্থনৈতিক ও আর্থিক সংলাপে উন্নীত করা হবে ।

    ১৫ এপ্রিলের সংলাপে চীন ও বৃটেন বেশ কয়েকটি বিষয়ে একমত হয়েছে । দুপক্ষবেসামরিক হাইটেক পণ্যদ্রব্যের বাণিজ্য বাড়িয়ে দেয়া হবে বলে মত প্রকাশ করেছেন । দ্বিপক্ষীয় মালামালের বাণিজ্য এবং পরিসেবা বাণিজ্যের সার্বিক ও ভারসাম্যের উন্নয়ন তরান্বিতকরা হবে । বৃটেন প্রতিশ্রুতি দিয়েছে , অব্যাহতভাবে ই ইউকে চীনের পুরোপুরি বাজার অর্থনীতির অবস্থানকে স্বীকৃতি দিতে তাগিদ দেয়া হবে । বৃটেনের অর্থমন্ত্রী ডার্লিং এক সাক্ষাত্কারে বলেন , একমত হওয়ার ভিত্তিতে আমাদের সংলাপ অনুষ্ঠিত হয়েছে । সেটা হল , উন্মুক্ত বাজার ও অবাধ বাণিজ্য অর্থনীতি সমৃদ্ধির প্রধান কারণ এবং টেকসই অর্থনীতি উন্নয়নের প্রয়োজনীয় উপাদান ।

    তাছাড়া দুপক্ষ মনে করে, তহবিলের সেবামূলক ক্ষেত্রে দুপক্ষের সহযোগিতার বিরাট স্বার্থ রয়েছে । দুদেশের তহবিল তদারকী বিভাগের সহযোগিতা জোরদার করে যৌথভাবে আন্তর্জাতিক তহবিল তদারকী ব্যবস্থার উন্নয়নে অংশ নিতে দুপক্ষ রাজী হয়েছে । "এক কিন্তু পার্থক্যের দায়িত্বের ভিত্তিতে"আবহাওয়া পরিবর্তন মোকাবেলার ব্যাপারে সহযোগিতা চালাতেও দুপক্ষ রাজী হয়েছে । ওয়াং ছিশান মনে করেন , এবারের সংলাপের সাফলতা , উপরোল্লেখিত ঐকমত্যগুলো প্রমাণ করেছে যে , চীন ও বৃটেন ইতিহাসের ঐতিহ্য, সামাজিক ব্যবস্থা ও আর্থ-সামাজিক উন্নয়নের পার্থক্য অতিক্রম করে কৌশলগত পারস্পরিক আস্থা জোরদার করে পারস্পরিক কল্যাণ ও সহযোগিতাকে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে । আমি বিশ্বাস করি , নতুন পরিস্থিতিতে চীন ও বৃটেন অর্থনীতি ও অর্থ ক্ষেত্রে দুপক্ষের সহযোগিতার নতুন পদ্ধতি খুঁজে বের করা দুদেশের কৌশলগত সহযোগিতার সম্পর্ক জোরদারের পক্ষে সহায়ক হবে । --চুং শাওলি