v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-04-15 19:31:00    
আন্তর্মঙ্গোলিয়া বালি প্রতিরোধমূলক কাজ জোরদার করছে

cri
    পেইচিং অলিম্পিক গেমস চলাকালে জলবায়ুর গুণগতমান নিশ্চিত করার জন্য পেইচিং ও তার কাছাকাছি এলাকাগুলো যৌথভাবে ব্যবস্থা নিয়েছে । বিশেষ করে পেইচিংয়ের ধুলাবালির উত্স এলাকা হিসেবে পেইচিংয়ের উত্তরাঞ্চলে অবস্থিত অন্তর্মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চল রাষ্ট্রীয় গুরুত্বের কথা বিবেচনা করে বেশি জ্বালানী ব্যয় এবং গুরুতরভাবে দূষিত পদার্থনিঃসরণ করে এমন কিছু শিল্পপ্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে এবং বালি প্রতিরোধমূলক কাজ জোরদার করেছে । যাতে অলিম্পিক গেমসের সময় পেইচিংয়ের জলবায়ুর গুণগতমান নিশ্চিত করা যায় ।

    অন্তর্মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চল চীনের মরুভূমি সমৃদ্ধ সবচেয়ে বেশি ক্ষতিকর একটি স্বায়ত্তশাসিত অঞ্চল । এই সব মরুভূমি এলাকা উত্তর চীনের ধূলা - বালির একটি গুরুত্বপূর্ণ উত্স এলাকা । একারনে আন্তর্মঙ্গোলিয়া এবং কাছাকাছি থাকা পেইচিং সহ কিছু এলাকার জলবায়ুর গুণগতমানের ওপর গুরুতর প্রভাব ফেলে দেয় । ধূলা -বালিপূর্ণ আবহাওয়া বিরাজমানকালে পেইচিংয়ের জলবায়ুতে ধূলিকণার পরিমান দ্রুত বেড়ে যায় । যার ফলে জলবায়ুর গুণগতমান স্পষ্টভাবে কমে যায় । বালি নিয়ন্ত্রণ এবং পেইচিং অলিম্পিক গেমসের সময় জলবায়ুর গুণগতমান নিশ্চিত করার জন্য গত কয়েক বছর ধরে অন্তর্মঙ্গোলিয়া বালি নিয়ন্ত্রণ ও প্রতিরোধ করা এবং সবুজায়ন জোরদার করাকে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে গ্রহণ করে আসছে ।

    এ সম্পর্কে আন্তর্মঙ্গোলিয়ার বন শিল্প ভিভাগের উপপ্রধান লি সুপিং বলেন , গত ৫ বছরে তারা ১ কোটি ৬০ লাখ হেক্টর নির্জন এলাকা ও মরু ভূমি নিয়ন্ত্রণের লক্ষ্যে ১০ বিলিয়ন ইউয়ান বরাদ্দ করেছে । গত বছরের শেষ দিক নাগাদ গোটা স্বায়ত্তশাসিত অঞ্চলে বনাঞ্চলের আয়তন ২ কোটি হেক্টরে দাঁড়িয়েছে । এটা গোটা অন্তর্মঙ্গোলিয়ার মোট আয়তনের ২০ শতাংশ । তিনি বলেন , গত কয়েক বছরে বালি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে অন্তর্মঙ্গোলিয়া উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে । তত্ত্বাবধানের ফলাফল থেকে জানা গেছে , এখন এ এলাকায় নির্জনতাও মরুকরণ ভূমির আয়তন ১৯৯৯ সালের তুলনায় ১৬ লাখ হেক্টর কমেছে । মরুভূমির আয়তন ৪ .৮ লাখ হেক্টর কমেছে ।

    লি সুপিং বলেন , অন্তর্মঙ্গোলিয়ার পেইচিং থেকে সবচেয়ে নিকটতম হুনশেনডাক এলাকায় বিশেষভাবে নিয়ন্ত্রণের কাজ চালিয়েছে । যার ফলে পেইচিং থেকে মাত্র ১৮০ কিলোমিটার দূরে অবস্থিত এই মরু ভূমির প্রাকৃতিক পরিবেশ স্পষ্টভাবেই উন্নত হয়েছে ।

    হুনশেনডাক মরুভূমিতে অবস্থিত তোলুন জেলার পশু পালক চিয়া ইসিয়াং বালি নিয়ন্ত্রণ ও প্রতিরোধমূলক কাজের একজন আদর্শ কর্মী । সরকারের সমর্থন ও সহায়তায় তিনি দশ বছর ধরে ৩০ লাখ হেক্টর ভূমিতে গাছ লাগিয়েছেন । তিনি অব্যাহতভাবে গাছ লাগিয়ে পেইচিংয়ের নীল আকাশের জন্য অবদান রাখার কথা ব্যক্ত করেছেন । তিনি বলেন , হুনশেনডাক এলাকার পরিবেশ ২০ বছর আগের রূপে ফিরে এসেছে । কী সুন্দর । বন এলাকা দেখার সঙ্গেসঙ্গেআমার মন উত্ফুল্লহয়ে ওঠে । আমি বুড়ো হলেও আমার চারটি ছেলে গাছ লাগাতে থাকবে ।

    বালি নিয়ন্ত্রণের প্রক্রিয়ায় অন্তর্মঙ্গোলিয়া পরিবেশ জঘন্য হয় এমন এলাকার কৃষক ও পশুপালকদের তৃণভূমি থেকে স্থানান্তর করে নিয়েছে । যাতে তৃণভূমির পরিবেশ রক্ষা করা যায় । এর পাশাপাশি কৃষক ও পশুপালকদের স্থানান্তরের কাজ জোরদার করে এবং তাদেরকে দ্বিতীয় ও তৃতীয় শিল্প উত্পাদনে মোড় নিতে উত্সাহ দিচ্ছে। মিঃ লি সুপিং বলেন , বালি নিয়ন্ত্রণ ও প্রতিরোধমূলক কার্যক্রম শুধু পেইচিং অলিম্পিক গেমসের জলবায়ুর গুণগতমান নিশ্চিত করার জন্য সুযোগসৃষ্টি করেনি বরং স্থানীয় এলাকার কৃষক ও পশুপালকদের জন্য সত্যিসত্যি কল্যাণ বয়ে এনেছে । এটা কৃষক ও পশুপালকদের সমাদর পেয়েছে । সিলিনগোল জেলার চাওকবাটোর উপকৃত হওয়া লোকদের মধ্যে একজন । তিনি বলেন , তৃণভূমি থেকে স্থানান্তর করায় তৃণভূমির চাপ কমে গেছে এবং তৃণভূমিকে লালনপালনের একটি সুন্দর সুযোগ এনে দিয়েছে । যার ফলে স্পষ্টভাবে দেখা যায় যে , গত দু বছর খরা হলেও গবাদিপশুর পেট ভরার পরও তৃণভূমিতে সবুজ রং দেখতে পাওয়া যায় । --চুং শাওলি