" ২০০৮ সালের অলিম্পিক জিমনেসিয়ামে অনুষ্ঠেয় ফ্লোর এক্সারসাইজ" ৬ থেকে ৮ জুন পর্যন্ত পেইচিং জাতীয় অলিম্পিক ক্রীড়া কেন্দ্রে অনুষ্ঠিত হবে । এ সময় অলিম্পিক ক্রীড়া কেন্দ্রের ট্র্যাক এন্ড ফিল্ড , সুইমিং পুল এবং হকি খেলার মাঠসহ প্রতিযোগিতার সব কেন্দ্রই জনগণের পরিদর্শন ফি মওকুফ করা হবে।এছাড়া, উদ্যোক্তাগণ আরও অনেক বড় আকারের অনুষ্ঠানেরও আয়োজন করবে।এটি হচ্ছে পেইচিং অলিম্পিক জিমনেসিয়াম প্রথমবারের মতো জনগণের কাছে উন্মুক্ত করা।১৫ এপ্রিল জাতীয় অলিম্পিক ক্রীড়া কেন্দ্র সূত্রে এ খবর জানা গেছে।
পেইচিং অলিম্পিক গেমসের সময় মিলিটারি পেন্টাথলোন, হ্যান্ড বল এবং ওয়াটার পোলো এ তিনটি প্রতিযোগিতা জাতীয় অলিম্পিক ক্রীড়া কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নীতি-মালা অনুযায়ী অলিম্পিক গেমস শুরু হওয়ার ৬০ দিন আগেই সব অলিম্পিক ক্রীড়া কেন্দ্রগুলো সংরক্ষণ করা হবে। সুতরাং এবারে এ সব কেন্দ্র পেইচিং অলিম্পিক গেমস শুরুর আগে জনগণের কাছে শেষবারের মত প্রদর্শন করা হবে।--ওয়াং হাইমান
|