১৫ এপ্রিল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং ইউ পেইচিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে বলেন, চীন বিশ্বাস করে, অলিম্পিক মশাল হস্তান্তরে ভারতের জনগণের সমর্থন ও কার্যকর সহযোগিতা পাবে ।
সংবাদদাতাদের প্রশ্নের উত্তর দেয়ার সময় তিনি এ কথা বলেন । তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন ও ভারতের সম্পর্কের সুষ্ঠু উন্নয়ন হয়েছে এবং বিভিন্ন স্তরের ঘনিষ্ট বিনিময় বজায় রয়েছে ।
অলিম্পিক গেমস আয়োজন সম্পর্কে ভারত বারবার বলেছে, অলিম্পিক মশাল ভারতে হস্তান্তর করা হবে ভারতীয় জনগণের গর্ব । ভারত এবারের অলিম্পিক মশাল হস্তান্তরকে গুরুত্ব দিয়ে দেখে এবং এ ক্ষেত্রে চীন ও ভারত ঘনিষ্ট সমন্বয় ও সহযোগিতা করছে ।
চিয়াং ইউ আরও বলেন, চীন বিশ্বাস করে, ভারত কার্যকর ব্যবস্থা নিয়ে অলিম্পিক মশালের নিরাপদ হস্তান্তর সুরক্ষা করবে । তিব্বতের স্বাধীনতাকামী সংস্থা ভারতে মশাল হস্তান্তর অনুষ্ঠান নষ্ট করার চেষ্টা করলে পুনরায় তাদের বিছিন্নতাবাদী উদ্দেশ্যই প্রতিফলিত হবে । ১৭ এপ্রিল অলিম্পিক মশাল ভারতের নয়াদিল্লীতে হস্তান্তর হবে । (ছাও ইয়ান হুয়া)
|