v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-04-14 19:31:23    
পেইচিং ও আশেপাশে এলাকা যৌথভাবে জলবায়ুর দুষণ নিয়ন্ত্রণের কাজ জোরদার করছে

cri
    পেইচিং অলিম্পিক গেমস চলাকালে জলবায়ুর গুণগতমান সবসময়ই বিভিন্ন ক্ষেত্রের দৃষ্টি আকর্ষণের একটি সমস্যা । অলিম্পিক গেমস চলাকালে আবহাওয়ার গুণগতমান নিশ্চিত করার জন্য পেইচিং শহর ইতোমধ্যে বেশ কয়েকটি ব্যবস্থা নিয়েছে । বিশেষ করে গত বছর থেকে এ পর্যন্ত পেইচিং কাছাকাছি থাকা হোপেই, সানসি , আন্তর্মঙ্গোলিয়া , থিয়েনচিন , এবং সানতুংসহ পাঁচটি প্রদেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চলের সঙ্গে যৌথভাবে কার্যক্রম চালিয়েছে । বেশি জ্বালানী ব্যয় করে এবং গুরুতরভাবে নিঃসরণ করে এমন কিছু শিল্পপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে এবং অলিম্পিক গেমস চলাকালে নিঃসরণ কমানোর লক্ষ্যেকিছু স্বল্পকালীন ব্যবস্থা নেয়ার পরিকল্পনাও হাতে নেয়া হয়েছে ।

    ২০০৮ সালের পেইচিং অলিম্পিক গেমস অনুষ্ঠানের জন্য২০০১ সালে আবেদন করার সময়ে চীন সরকার প্রতিশ্রুতি দিয়েছিল , পেইচিং অলিম্পিক গেমস চলাকালে প্রতিদিন পেইচিংয়ের জলবায়ুর মধ্যেকার সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড ও নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং ধূলিকণা সহ চারটি ক্ষেত্রেরতত্ত্বাবধান করা হবে এবং সার্বিকভাবে পেইচিংয়ের পরিবেশ উন্নত করা হবে । এর পাশাপাশি অলিম্পিক গেমস চলাকালে এ চারটি ক্ষেত্রের দুষণের মানদন্ড রাষ্ট্রীয় মান্দন্ড এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান্দন্ডের সম পরিমাণে রাখতে হবে অর্থাত পেইচিংয়ের জলবায়ুর গুণগতমান নিশ্চিত করতে হবে । এ সম্পর্কে চীনের জাতীয় পরিবেশ রক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী চাং লিজুন বলেন , এখন পেইচিংয়ে অপেক্ষাকৃত উন্নতমানের জলবায়ু তত্ত্বাবধান ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে । প্রতিদিন এ চারটি ক্ষেত্রের দূষণের মানদন্ডের ওপর তত্ত্বাবধান চালানো হয় এবং সার্বিকভাবে যথাসময়ে ও নির্ভুলভাবে পেইচিংয়ের জলবায়ুর পরিস্থিতি অবহিত করা সহ প্রধান প্রধান সংবাদ মাধ্যমে তা প্রকাশ করা হয় । এ পর্যন্ত পেইচিংয়ে কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড ও সালফার ডাইঅক্সাইডসহ তিনটির নিঃসরণ নির্ধারিত মানদন্ডে পৌঁছেছে। ধূলিকণাও বিপুল পরিমাণে হ্রাস পেয়েছে । পেইচিংয়ের নীল আকাশের পরিমান ১৯৯৮ সালের ১০০ দিন থেকে ২০০৭ সালের ২৪৬ দিনে উন্নীত হয়েছে । চীনের সাবেক জাতীয় পরিবেশ ব্যুরো পেইচিং , হোপেই , থিয়েনচিন , সানসি , আন্তর্মঙ্গোলিয়া এবং সানতুসহ ৬টি প্রদেশ, স্বায়ত্তশাসিত অঞ্চল এবং কেন্দ্রশাসিত মহা নগরের সঙ্গে মিলিতভাবে পেইচিং অলিম্পিক গেমসের বিশুদ্ধজলবায়ুরনিশ্চিত ব্যবস্থা তৈরী করেছে । চাং লিজুন বলেন , নিশ্চিত ব্যবস্থা প্রধানত দুই ভাগে বিভক্ত । একঃ অলিম্পিক গেমস চলাকালে এই ৬টি প্রদেশ , স্বায়ত্তশাসিত অঞ্চল ও কেন্দ্রশাসিত মহা নগর কয়লার দুষণ নিয়ন্ত্রণ, অগ্নি চালিত বিদ্যুত উত্পাদন কেন্দ্রকে সালফার মুক্তকরণ, নির্মাণের উপাদান , সিমেন্ট , রসায়ন শিল্প , লৌহ-ইস্পাতসহ নানা শিল্পপ্রতিষ্ঠানের ওপর নিয়ন্ত্রণ আরোপ করছে । দুইঃ অলিম্পিক গেমস চলাকালে পেইচিং , থিয়েনচিন ও হোপেইয়ের আংশিক অঞ্চলের কিছু শিল্পপ্রতিষ্ঠানের উত্পাদনে বন্ধ বা সীমিত উত্পাদন ব্যবস্থা চালু থাকবে । সানসি , আন্তর্মঙ্গোলিয়া এবং সানতুং এই তিনটি প্রদেশকেপেইচিংয়ের জলবায়ুর পরিস্থতি অনুযায়ী কিছু সীমিতকরণ করতে হবে । নিশ্চিত ব্যবস্থা অনুযায়ী পেইচিং সংলগ্ন আন্তর্মঙ্গোলিয়ার ১৫টি বিদ্যুত উত্পাদন জেনারেটরের সালফার মুক্তকরণের কাজ জুন মাসের মধ্যে সম্পন্ন করতে হবে । এ সম্পর্কে আন্তর্মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের পরিবেশ রক্ষা ব্যুরোর প্রধান সু ছিং বলেন , এ পর্যন্ত ১২টি জেনারেটরের সালফার মুক্তকরণের কাজ সম্পন্ন হয়েছে । বাকি তিনটা দিনরাত কাজ করছে । পয়লা জুনের আগে সালফার মুক্তকরণের কাজ সম্পন্ন করতে না পারলে সেগুলোকে বন্ধ করে দেয়া হবে । যৌথ কার্যক্রমের মাধ্যমে গত বছরের শেষ দিক নাগাদ ৬টি প্রদেশের সালফার মুক্তকরণের কাজের ৭৫ শতাংশ ইতোমধ্যেইসম্পন্ন হয়েছে । চাং লিজুন বলেন , জুন মাসের মধ্যেই নিশ্চিত ব্যবস্থায় নির্ধারিত সব কাজ সম্পন্ন হবে । বিশেষজ্ঞদের অনুমাণ অনুযায়ী নিশ্চিত ব্যবস্থা সম্পূর্ণ সম্পন্ন হওয়ার পর পেইচিং অলিম্পিক গেমস চলাকালে পেইচিংয়ের জলবায়ু শতভাগ মানদন্ডে পৌঁছতে পারবে । চীন সরকার যথাযোগ্য মর্যাদার সংগে যে প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তবায়িত হবে ।-- চুং শাওলি