সম্প্রতি কয়েকটি দেশের রাষ্ট্র প্রধান ও সরকারী কর্মকর্তারা অলিম্পিক গেমসের রাজনীতিকীকরণের বিরোধিতার কথা ব্যক্ত করেছেন। তাঁরা মনে করেন, অলিম্পিক গেমসকে রাজনীতিকীকরণের অপচেষ্টা অবশ্যই ব্যর্থ হবে। তাঁরা পেইচিং অলিম্পিক মশাল হস্তান্তর অনুষ্ঠানকে ক্ষুন্ন করার কর্মকাণ্ডেরও নিন্দা করেছেন।
রাশিয়ার রাষ্ট্রীয় দুমার আন্তর্জাতিক বিষয়ক কমিটির চেয়ারম্যান কনস্টানটিন কোসাচেভ ১১ এপ্রিল অলিম্পিক গেমসকে রাজনীতিকীকরণের কার্যকলাপকে কঠোর ভাষায় সমালোচনা করেছেন। তিনি বলেন, অলিম্পিক গেমস রাজনীতির বাইরে থাকা উচিত। রাশিয়া অলিম্পিক চেতনা রক্ষা করবে এবং পেইচিং অলিম্পিক গেমসকে প্রতিরোধ করার অপচেষ্টাকারীদের দৃঢ়তার সঙ্গে বিরোধিতা করে যাবে।
ভারতের নিম্ন পরিষদের স্পীকার সোমনাথ চাটার্জি ১১ এপ্রিল বলেন, অলিম্পিক গেমস হচ্ছে সারা বিশ্বের মহান ক্রিড়া সম্মেলন। একে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করা উচিত নয়। ভারত মশাল হস্তান্তরের সাফল্য নিশ্চিত করার জন্য যথাসাধ্য প্রয়াস চালাবে। তিনি আগে থেকে পেইচিং অলিম্পিক গেমসের সাফল্য কামনা করেন।
আন্তর্জাতিক অলিম্পিক গেমসের অনারারী চেয়ারম্যান জুয়ান অ্যানটোনিও সামারান্চ সম্প্রতি এক সাক্ষাত্কারে বলেন, তিনি 'রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে' অলিম্পিক গেমসকে কাজে লাগানোর বিরোধিতা করেন। তিনি বিশ্বাস করেন, অলিম্পিক গেমসের পর চীন আরো উন্মুক্ত হবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|