চীনের রাষ্ট্রীয় ক্রীড়া ব্যুরোর উপ প্রধান ছুই তা লিন ১১ এপ্রিল পেইচিংয়ে বলেছেন , চীনের খেলোয়াড় প্রতিনিধি দল পেইচিং অলিম্পিক গেমসের ২৮টি ইভেন্টে অংশ নেবে । চীনা খেলোয়াড়ের সংখ্যা থাকবে ৫৮০ জনেরও বেশি । অলিম্পিক গেমসের ইতিহাসে এবারই চীনের খেলোয়াড় এবং তাদের অংশ নেয়া ইভেন্টের সংখ্যা সবচেয়ে বেশি ।
ছুই তা লিন বলেন , উল্লেখযোগ্য , চীনের খেলোয়াড় লিউ লি নান সম্প্রতি অলিম্পিক গেমসের অশ্বারোহুন কসরত ইভেন্টে অংশ নেয়ার যোগ্যতা অর্জন করেছেন । চীনের মূল ভূভাগের খেলোয়াড় এই প্রথমবারে মত অলিম্পিক গেমসের অশ্বারোহুন কসরত প্রতিযোগিতায় অংশ নেবেন ।
ছুই তা লিন মনে করেন , চীনা প্রতিনিধি দলের অলিম্পিক গেমসে অংশ নেয়ার একমাত্র লক্ষ্য সাফল্য নয় । স্বগতিক দেশ হিসেবে চীন অলিম্পিকের প্রস্তুতি গ্রহণ এবং এতে অংশ নেয়ার মধ্য দিয়ে বিভিন্ন দেশের জনগণের মধ্যে বিনিময় ও মৈত্রী ত্বরান্বিত করতে চায় এবং চীনের সামাজিক ও ক্রীড়া ক্ষেত্রের উন্নয়ন বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চায় । (শুয়েই ফেই ফেই)
|