চীনের কৃষি ব্যাংক সূত্রে জানা গেছে , এ বছরের মার্চ মাসের শেষ নাগাদ কৃষি ব্যাংকের তিব্বত শাখা গত তিন বছরে সেখানকার কৃষক ও পশুপালকদেরকে মোট ৭২০ কোটি ইউয়ান ঋণ দিয়েছে ।
কৃষি ব্যাংক জানিয়েছে, কৃষি ব্যাংকের তিব্বত শাখা এ পর্যন্ত মোট ৩.১ লাখ কৃষক ও পশু পালক পরিবারকে ঋণ দিয়েছে । তাদের উত্পাদন ও জীবনযাত্রায় সহায়তার জন্যএই ঋণ ব্যবহার করা হচ্ছে। কৃষক ও পশুপালকদের বসন্তকালীন উত্পাদনে সমর্থন দিতে কৃষি ব্যাংক এ বছরের প্রথম দু মাসে মোট ২৫ কোটি ইউয়ান বরাদ্দ করেছে ।
এ ছাড়াও কৃষি ব্যাংকের তিব্বত শাখা কৃষক ও পশুপালকদের আবাসনের মান উন্নত করার জন্য গৃহ-ঋণের নতুন ব্যবস্থা নিয়েছে । --চুং শাওলি
|