আর্জেন্টিনার স্থানীয় সময় ১১ এপ্রিল সন্ধ্যায় পেইচিং অলিম্পিকের পবিত্র মশাল আর্জেন্টিনার রাজধানী বুয়েনাস আয়ারেসে হস্তান্তর শেষে সেখান থেকে বিশেষ বিমান যোগে তানজানিয়ার রাজধানী দারেস সালামে গিয়েছে । দারেস সালাম হল বিদেশে মশাল হস্তান্তরের অষ্টম ধাপ ।
বুয়েনাস আয়ারেসে আড়াইটা ঘন্টার মশাল হস্তান্তর অনুষ্ঠানে মোট ৮০ জন মশালধারী অংশ নেন ।
১৩ এপ্রিল দারেস সালামে পেইচিং অলিম্পিক গেমসের মশাল যাত্রা অনুষ্ঠানে অনুষ্ঠিত হবে । (শুয়েই ফেই ফেই)
|