বো-আও এশীয় ফোরাম২০০৮-এর বার্ষিক সম্মেলন ১২ এপ্রিল সকাল চীনের দক্ষিণাঞ্চলীয় হাই নান প্রদেশের বো-আও-এ শুরু হবে। বার্ষিক সম্মেলনের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে । ১১ এপ্রিল বো-আও এশীয় ফোরামের মহাসচিব লুং ইয়ুং থু বো-আও-এ এ কথা জানান।
তিনি বলেন, এশিয়া ও বিশ্বের অন্যান্য অঞ্চলের ১ হাজার ৭ শ'রও বেশি সরকারী কর্মকর্তা, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, বুদ্ধিজিপী এবং সংবাদদাতা এ সম্মেলনে অংশ নেবেন। চীনের প্রেসিডেন্ট হু চিন থাও , অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কেভিন রাড এবং পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফসহ ১১টি দেশের শীর্ষ নেতারা উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন।
এবারের বার্ষিক সম্মেলনের প্রধান প্রতিপাদ্য হচ্ছে " সবুজ এশিয়া: সংস্কারের মাধ্যমে উভয়ের কল্যান বাস্তবায়ন" । সম্মেলনে অংশগ্রহণকারীরা টানা ৩ দিন ধরে সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবেন। তিনি আরো বলেন, এ বছর জুন মাসের ৩ থেকে ৬ তারিখ পর্যন্ত প্রথমবারের মতো এশীয় অঞ্চলের বাইরে ব্রিটেনের লন্ডনে বো-আও এশীয় ফোরাম অনুষ্ঠিত হবে। সেই ফোরামের প্রধান প্রতিপাদ্য হবে অর্থ।--ওয়াং হাইমান
|