v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-04-11 17:24:35    
হু চিন থাও ও মুসারয়ের বৈঠক অনুষ্ঠিত

cri
    ১১ এপ্রিল সকালে চীনের হাইনান প্রদেশের সান ইয়া শহরে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও সফররত পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের জন্য আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠান পরিচালনা করেছেন এবং তার সঙ্গে বৈঠক করেছেন । সি আর আইয়ের সংবাদ সান ইয়া থেকে একটি রিপোর্ট পাঠিয়েছেন ।

    ১১ এপ্রিল সকাল নয়টায় সান ইয়া শহরের ইয়া লোং উপসাগরের তীরে অভ্যর্থনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় । সমুদ্র তটের সারি সারি উচুঁ নারকেল গাছের পাতাগুলো তখন মৃদু বাতাসে দুলছিল । পাকিস্তান ও চীনের জাতীয় সংগীত বাজিয়ে অভ্যর্থনা অনুষ্ঠানটি শুরু হয় । অনুষ্ঠানটি রাজধানী পেইচিংয়ের বাইরে হলেও এটি ছিল বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ । প্রেসিডেন্ট হু চিন থাও পাকিস্তানের প্রেসিডেন্ট মুশাররফের সঙ্গে চীনের গণ মুক্তি ফৌজের গার্ড অব অনার পরিদর্শন করেন । অভ্যর্থনা অনুষ্ঠান ১৫ মিনিট স্থায়ী ছিল । তার পর প্রেসিডেন্ট হু চিন থাও প্রেসিডেন্ট মুশারফের সঙ্গে বৈঠক করেন । বৈঠকের শুরুতে হু চিন থাও মুসারফকে স্বাগত জানিয়ে বলেন , আপনি চীনের জনগণের পুরনো বন্ধু । আপনি বরাবরই চীনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করে এসেছেন । গত আট বছরে আপনি আটবার চীন সফর করেছেন । এতে বোঝা যায় আপনি চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে যথেষ্ট গুরুত্ব দেন । চীন ও পাকিস্তানের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে আরো ঘনিষ্ঠ করে তোলার জন্য আপনি যে অবদান রেখেছেন , আমরা তার উচ্চ মূল্যায়ন করি এবং আপনাকে ধন্যবাদ জানাই । আমি বিশ্বাস করি আপনার বর্তমান চীন সফর দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে তাত্পর্যপূর্ণ ।

    বৈঠকে প্রেসিডেন্ট মুশাররফ বলেন , আমি আপনার এবং চীনের প্রবীন নেতৃবৃন্দের সঙ্গে বন্ধুত্বকে অত্যন্ত মূল্যবান বলে মনে করি । আপনি একটু আগে বলেছেন , আমি অনেকবার চীন সফর করেছি । আমি দু দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে গুরুত্ব দিই ।

    বৈঠকে প্রেসিডেন্ট হু চিন থাও বলেন , চীন ও পাকিস্তানের মৈত্রী সম্পর্ক সর্বকালীন । পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা চীনের পররাষ্ট্র নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ । আন্তর্জাতিক পরিস্থিতি ও দু দেশের অভ্যন্তরে যে পরিবর্তনই হোক না কেন , আমাদের এ নীতির কোনো পরিবর্তন হবে না । বৈঠকে হু চিন থাও দুদেশের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক আরো সুসংহত করার জন্য পাঁচটি প্রস্তাব পেশ করেছেন । এ পাঁচটি প্রস্তাব হলো দুদেশের কৌশলগত সহযোগিতার রাজনৈতিক ভিত্তি মজবুত করা , অর্থনীতি ও বাণিজ্য ক্ষেত্রে বাস্তব সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারিত , নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো , দু দেশের সাংস্কৃতিক বিনিময় বাড়ানো এবং বহুপাক্ষিক আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো ।

    প্রেসিডেন্ট মুশাররফ বলেন , পাকিস্তান আশা করে পেইচিং অলিম্পিক গেমস সফল হবে । এর জন্য পাকিস্তান সব ধরনের সমর্থন ও সহযোগিতা দিতে আগ্রহী । ইসলামাবাদে পেইচিং অলিম্পিক গেমসের মশাল হস্তান্তরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পাকিস্তান সব ধরনের ব্যবস্থা নেবে । পাকিস্তান দৃঢভাবে পেইচিং অলিম্পিক গেমসকে রাজনীতিকীকরণ ও অলিম্পিক গেমস বানচাল করার সব কর্মকান্ডের পাকিস্তান দৃঢভাবে বিরোধিতা করে।

    তিনি জোর দিয়ে বলেন , পাকিস্তান চীনের জাতীয় ঐক্য রক্ষার চেষ্টাকে সমর্থন করে । এ ক্ষেত্রে পাকিস্তানর অবস্থান হলো , তিব্বত চীনের রাষ্ট্রীয় ভূভাগের একটি অংশ । চীনকে বিচ্ছিন্ন করার যে কোনো প্রচেষ্টার তীব্র বিরোধিতা করে পাকিস্তান । সন্ত্রাস ও চরমপন্থীদের দমনের ক্ষেত্রে পাকিস্তান চীনের সঙ্গে সহযোগিতা করবে ।

    বৈঠক শেষে প্রেসিডেন্ট হু চিন থাও ও প্রেসিডেন্ট মুশাররফ দু দেশের বিজ্ঞান , প্রযুক্তি ও ক্রীড়া ক্ষেত্রের তিনটি সহযোগিতা চুক্তির স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেন ।

    উল্লেখ্য , ১১ এপ্রিল সকালে সান ইয়ায়ে প্রসিডেন্ট হু চিন থাওয়ের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রী , কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীও সাক্ষাত করেছেন ।