v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-04-11 14:26:09    
পেইচিং অলিম্পিক দারুণ উত্সাহী পারভেজ মুশাররফ

cri
    পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ ১০ এপ্রিল চীনে তার ৬ দিনব্যাপী সফর শুরু করেছেন। সফরকালে তার চীনের নেতাদের সঙ্গে বৈঠক করার এবং হাইনান প্রদেশে অনুষ্ঠিত বোয়াও ফোরামে অংশ নেয়ার কথা । ৮ এপ্রিল মুশাররফ সি.আর.আই'র সংবাদদাতাকে সাক্ষাত্কার দেয়ার সময় পেইচিং অলিম্পিকের জন্য শুভকামনা করেন। তিনি বলেন:

    (রি ১) "আমি বিশ্বাস করি পেইচিং অলিম্পিক গেমস হবে ইতিহাসের সবচেয়ে ভাল অলিম্পিকগুলোর একটি। আমি চীনের জন্য শুভকামনা করছি এবং আশা করি চীনা ক্রীড়াবিদরা আরো বেশি পদক জিতে নিতে পারবেন।"

    সবাই জানেন যে অলিম্পিক হলো একটি বিশাল বিশাল ক্রীড়া ইভেন্ট। চীন সরকার এবারের অলিম্পিক ভালভাবে অনুষ্ঠানের জন্য অনেক ব্যবস্থা নিয়েছে। বিভিন্ন দেশের ক্রীড়াবিদরাও প্রস্তুতি নিচ্ছেন। সবাই আশা করছেন যে অলিম্পিক গেমসে তারা সবচেয়ে ভাল রেকর্ড করবেন। কিন্তু সম্প্রতি এ গেমসকে কিছু অপ্রীতিকর কর্মকান্ড ঘটছে। অলিম্পিক চেতনার সঙ্গে যা একেবারেই মানানসই নয়। এ সম্পর্কে মুশাররফ বলেন, পাকিস্তান দৃঢ়ভাবে পেইচিং অলিম্পিক ভন্ডুল করার অপচেষ্টার বিরোধিতা করে। তিনি আরো বলেন:

    (রি ২) "পেইচিং অলিম্পিক গেমসেরম বিরোধিতা করা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আমি বিশ্বাস করি চীনা জনগণ একটি শ্রেষ্ঠ অলিম্পিক উপহার দেবে। কেউ যদি তাদের বাধা দিতে চায়, বা সমস্যা সৃষ্টি করতে চায়, কিংবা অলিম্পিক ভন্ডুল করতে চায় তাহলে তাদের জন্যে তা একটি দুঃখের ব্যাপার হবে। পাকিস্তানের পক্ষ থেকে আমরা কি করতে পারি? কেউ পেইচিং অলিম্পিককে ভন্ডুল করতে চাইলেও পাকিস্তান সব সময় চীনের সঙ্গে আছে।"

    পেইচিং অলিম্পিক পবিত্র মশাল বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে হস্তান্তর করা হচ্ছে। ১৬ এপ্রিল মশালটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আসবে। এবার পাকিস্তান প্রথম বার মশাল যাত্রায় অংশ নেবে। মুশাররফ এ বিষয়ের ওপর ব্যাপক গুরুত্ব দিয়ে বলেন:

    (রি ৩) "মশাল হস্তান্তরের কথা বলতে গেলে প্রথমেই বলবো মশালটি ১৬ এপ্রিল ইসলামাবাদে পৌঁছবে। আমি ১০ এপ্রিল চীনে যাবো, ১৫ তারিখে দেশে ফিরে আসবো। ১৬ এপ্রিলের মশাল অভ্যর্থনা অনুষ্ঠানে আমি অংশ নেবো। পাকিস্তান সরকার মশাল যাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক ব্যবস্থা নেবে। এবারের মশাল অভ্যর্থনা অনুষ্ঠান নিয়ে আমি খুব আশাবাদী। এতে কোনো ব্যতিক্রম ঘটবে না। এটা একটা বিশাল উদযাপনী অনুষ্ঠান হবে। এটা পাকিস্তান ও চীনের দীর্ঘ মৈত্রী ও ঘনিষ্ঠ সম্পর্কের একটি প্রতীক হবে।"

    মুশাররফ হাসি মুখে আমাদের সংবাদদাতাকে এই সাক্ষাত্কারটি দেন। তার বয়স ষাট পেরিয়ে গেলেও স্বাস্থ্যের অবস্থা বেশ ভাল। তিনি শরীরের ব্যাপারে খুব সতর্ক এবং নিয়মিত শরীর চর্চা করেন। তিনি ক্রীড়া নিয়েও খুব আগ্রহী। পেইচিং অলিম্পিক গেমস চলাকালে পারভেজ মুশাররফ পেইচিংয়ে প্রতিযোগিতা দেখতে যাবেন কিনা এই প্রশ্নের উত্তর দেয়ার সময় বলেন:

    (রি ৪) "আমি ক্রীড়া খুব পছন্দ করি। বলতে পারেন আমি একজন ক্রীড়া অনুরাগী। কিন্তু অলিম্পিক গেমসে প্রতিযোগী হিসেবে অংশ নেয়ার যোগ্যতা আমার নেই। তবুও চীনে প্রতিযোগিতাগুলো দেখতে যেতে চাই। কিন্তু এর জন্যে সরকারের অনুমোদন পেতে হবে। ব্যক্তিগতভাবে থেকে আমি পেইচিং অলিম্পিক দেখতে খুবই আগ্রহী। (ইয়াং ওয়েই মিং)