পেইচিং অলিম্পিক মশাল হস্তান্তর প্রক্রিয়ায় প্রতিবন্ধী মশাল বাহকের লাঞ্ছিত হওয়ার ঘটনা মেনে নেওয়ার মতো নয়। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চেয়ারম্যান জ্যাক রগে ১০ এপ্রিল পেইচিংয়ে এ কথা বলেছেন।
রগে বলেন, লন্ডন ও প্যারিসে সংঘটিত কিছু ঘটনা সত্যিই বেদনাদায়ক। এ জায়গাগুলোতে আক্রমণাত্মক কার্যকলাপ দেখে স্থানীয় খেলোয়াড় ও নগরবাসীদের অলিম্পিক স্বপ্ন ভেঙে গেছে। তা ছাড়া সেখানকার কিছু বাচ্চা নিজের চোখে এসব ঘটনা দেখেছে, যা তাদের কাছে ভুল বার্তা পৌঁছে দেবে। আরো কষ্টকর হচ্ছে, হুইলচেয়ারে বসা প্রতিবন্ধী মশাল বাহকও এ থেকে রক্ষা পান নি। এটা সত্যিই গ্রহণযোগ্য নয়।
উল্লেখ্য যে, চীনের প্রতিবন্ধী খেলোয়াড় চিন চিং প্যারিসে মশাল হস্তান্তর অনুষ্ঠানে অংশ নেয়ার সময় উচ্ছৃংখন বিক্ষোভকারীর আক্রমণের শিকার হন। আক্রান্ত হওয়ার পরও তিনি মশাল রক্ষার জন্য প্রাণপন চেষ্টা করেন। এই ঘটনা বহু চীনাকে মুগ্ধ করেছে এবং ইন্টারনেটে এর ব্যাপক প্রতিক্রিয়া পাওয়া গেছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|