জাতীয় অলিম্পিক কমিটি সমিতির ১৬তম সাধারণ সম্মেলন ৯ এপ্রিল পেইচিংয়ে শেষ হয়েছে । সম্মেলনের পরিকল্পনা অনুসারে ১০ এপ্রিল জাতীয় অলিম্পিক কমিটি সমিতি ও আন্তর্জাতিক অলিম্পিক কার্যনির্বাহী কমিটির যৌথ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে । সি আর আইয়ের সংবাদদাতা এ সম্মেলনের কয়েকজন প্রতিনিধির সাক্ষাত্কার নিয়েছেন । সাক্ষাত্কারে প্রতিনিধিরা পেইচিং অলিম্পিক গেমসের প্রস্তুতির প্রশংসা করে বলেন , চীন অলিম্পিক গেমস আয়োজনের আবেদন করার সময় দেয়া প্রতিশ্রুতি রক্ষা করেছে ।
জাতীয় অলিম্পিক কমিটি সমিতি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ২০৫ জাতীয় ও আঞ্চলিক অলিম্পিক কমিটি নিয়ে গঠিত হয় । এ সমিতি একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা । জাতীয় অলিম্পিক কমিটি সমিতির সাধারণ সম্মেলন দু বছর পর পর অনুষ্ঠিত হয় । ১৬ তম জাতীয় অলিম্পিক কমিটির সমিতি সাধারণ সম্মেলন ৭ থেকে ৯ এপ্রিল পেইচিংয়ে অনুষ্ঠিত হয় । এ সম্মেলনে জাতীয় অলিম্পিক কমিটি সমিতির প্রতিনিধিরা পেইচিং অলিম্পিক কমিটির কার্যবিবরণী পর্যালোচনা করেন। ১০ এপ্রিল অনুষ্ঠিত এ এন ও সি এবং আন্তর্জাতিক অলিম্পিক কার্যনিবাহী কমিটির যৌথ অধিবেশনের প্রধানআলোচ্য বিষয় ছিলো পেইচিং অলিম্পিক গেমস ।
জাতীয় অলিম্পিক কমিটি সমিতির চেয়ারম্যান মারিও ভাজকুয়েজ রানা সি আর আইয়ের সংবাদদাতাকে বলেন , আমি লক্ষ্য করেছি , ২০০৮ পেইচিং অলিম্পিক গেমসের প্রস্তুতির কাজ সুষ্ঠুভাবে চলছে । গোটা চীন চমত্কার একটি অলিম্পিকের জন্য চেষ্টা চলছে। তিনি বলেন , আমরা আশা করি পেইচিং অলিম্পিক গেমস হবে ইতিহাসের সবচেয়ে সুফল অলিম্পিক গেমস । আমরা এখন এ লক্ষ্য অর্জনের জন্য চেষ্টা করছি । তিনি আমাদের বলেন , ২০৫টি দেশ ও অঞ্চলের অলিম্পিক কমিটির প্রতিনিধিরা পেইচিং অলিম্পিক গেমসকে সমর্থন করেন । পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির প্রস্তুতি কাজ দেখে সবাই পেইচিংকে সমর্থন জানিয়েছেন । তারা বলেন , চীন অলিম্পিক গেমস আয়োজনের আবেদন করার সময় দেওয়া সব প্রতিশ্রুতি রক্ষা করেছে ।
ফ্রান্সের অলিম্পিক কমিটির ভাইস চেয়ারম্যান বার্নার্ড লাপাসে সি আর আইয়ের সংবাদদাতাকে বলেন , পেইচিং অলিম্পিক গেমসের স্টেডিয়াম নির্মাণের কাজ দেখে ফ্রান্সের অলিম্পিক কমিটি সন্তুষ্ট। তিনি বলেন , স্টেডিয়াম নির্মাণের ক্ষেত্রে পেইচিং ভালো কাজ করেছে । আমি কয়েকটি স্টেডিয়াম পরিদর্শন করেছি । স্টেডিয়ামগুলো বেশ বড় । আমি নিশ্চিতভাবে বলতে পারি এ সব স্টেডিয়াম মানসম্মত । কয়েক মাস পর পেইচিংয়ে অনুষ্ঠিয় অলিম্পিক গেমস বিশ্ব ক্রীড়া মহলের এক মহা সম্মীলনীতে রূপ নেবে ।
২০১৬ সালের অলিম্পিক গেমস আয়োজনের আবেদনকারী টোকিও অলিম্পিক কমিটির চেয়ারম্যান ইচিরো কোমো মনে করেন , চীন অলিম্পিক গেমস আবেদনের সময় দেয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়িত করেছে। সি আর আইয়ের সংবাদদাতাকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন , তিনি সফল পেইচিং অলিম্পিক গেমসের ব্যাপারে আশাবাদী এবং চীনের কাছ থেকে জাপান অলিম্পিক গেমস আয়োজনের অভিজ্ঞতা গ্রহণ করবে । তিনি বলেন , ১৯৯০ সালে আমি জাপানের ক্রীড়া প্রতিনিধি দলের সদস্য হিসেবে পেইচিং এশীয় গেমসে অংশ নিয়েছিলাম । আমি মনে করি সেই সময় এশীয় গেমস পল্লীর নির্মাণ কাজ খুব ভালো ছিল । এবার গোটা চীনই পেইচিং অলিম্পিক গেমসের জন্য চেষ্টা করছে । কাজেই বেশি চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই ।
গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি অলিম্পিক গেমসের স্বাগতিক শহরের পরিবেশ সমস্যার ওপর বেশি গুরুত্ব দিচ্ছে। চীন সরকার অলিম্পিক গেমস আয়োজন আবেদনের সময়ই সবুজ অলিম্পিকের প্রতিশ্রুতি দিয়েছিল । আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চেয়ারম্যান জাকস রগে বলেন , গত ছয় থেকে আট বছরে চীনে শিল্পের দ্রুত উন্নয়ন হয়েছে । এর সঙ্গে সঙ্গে বায়ু দূষণ সমস্যার সৃষ্টি হয়েছে । তবে চীন সরকার বায়ুর মান উন্নত করার জন্য নানা ধরনের ব্যবস্থা নিয়েছে । এসব ব্যবস্থা শুধু পেইচিং অলিম্পিক গেমসের জন্য নয় , স্থায়ীভাবে পরিবেশ সমস্যা নিরসনের জন্যও ।
|