পশ্চিম চীনের কানসু প্রদেশের কান নান তিব্বত জাতি স্বায়ত্তশাসিত জেলার ভারপ্রাপ্ত গভর্ণর মাও শেং উ ৯ এপ্রিল বলেছেন, গুটি কয়েক সংখ্যালঘু জাতির বিচ্ছিন্নতাবাদী কান নানে সহিংস ঘটনার চক্রান্তকারী।
কানসু প্রদেশের হো জো শহরে দেশি বিদেশি সাংবাদিকদের যৌথ সাক্ষাত্কার দেয়ার সময় মাও শেং উ বলেন, সহিংস ঘটনায় নেতৃত্বদানকারীদের মাথায় কালো কাপড়ের ফেটি ও হাতে ব্যান্ড বাঁধা ছিল। এ থেকে বোঝা যায়, এ সহিংস ঘটনা সংগঠিত করা হয়েছে। কান কানের কিছু জেলা ও গ্রামেও সহিংস ঘটনা ঘটেছে। দুষ্কতকারীদের কেবল চীনের ভেতরে তিব্বতের স্বাধীনতা পন্থীদের সঙ্গে যোগাযোগ রয়েছে তা নয়, বরং বিদেশের বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গেও যোগাযোগ আছে।
মাও শেং উ বলেন, এবারের সহিংসতা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটার পর নিরাপত্তা পুলিশ আইন অনুসারে সহিংসতা দমন করেছে এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। এখন পুরো জেলার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সমাজের অবস্থা ক্রমশ স্থিতিশীল হচ্ছে। জনগণের উত্পাদন ও জীবনযাত্রায় শৃঙ্খলা ফিরে এসেছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|