স্থানীয় সময় ৯ এপ্রিল রাতে পেইচিং অলিম্পিক গেমসের মশাল যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো থেকে আর্জেন্টিনার রাজধানী বুয়েনেস আয়ারেসে রওয়ানা হয়ে গেছে।
৯ এপ্রিল সান ফ্রান্সিসকোতে দ্বিতীয় মশাল বাহক মশালটি হস্তান্তর করার পর, নিরাপত্তাগত কারণে সান ফ্রান্সিসকোর সংশ্লিষ্ট বিভাগ বিকল্প পথে মশালটি হস্তান্তরের সিদ্ধান্ত নেয়। বিকল্প পথের দৈর্ঘ্য ছিল নির্ধারিত পথের অর্ধেক। কোনো রকম বাধা বিঘ্ন ছাড়াই পেইচিং অলিম্পিক গেমসের মশাল সান ফ্রান্সিসকোতে সুষ্ঠুভাবে হস্তান্তর হয়েছে।
১১ এপ্রিল অলিম্পিক মশাল বুয়েনেস আয়ারেসে হস্তান্তর হবে। উল্লেখ্য, এটি বিদেশে মশাল হস্তান্তরের সপ্তম ধাপ।
ছাই ইউয়ে
|