|
|
(GMT+08:00)
2008-04-09 17:34:03
|
|
বিদেশী প্রচার মাধ্যমের প্রতি চীন সরকারের উন্মুক্ত নীতি অপরিপর্তিত থাকবে
cri
চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ের কর্মকর্তা ওয়াং ফেই জন ৮ এপ্রিল পেইচিংএ চীনস্থ ৫০টিরও বেশী দেশের ৭০জনেরও বেশী সামরিক আ্যটাশেকে লাসার সহিংসতার পৃকৃত ঘটনা সম্পর্কে অবহিত করার সময় বলেছেন, এ সম্পর্কে বিদেশের কোনো কোনো প্রচার মাধ্যমের ভিত্তিহীন প্রচারের কারণে প্রচার মাধ্যমের প্রতি চীন সরকারের উন্মুক্ত নীতির পরিবর্তন হবে না । তিনি বলেন, চীন সরকার বিদেশের বিভিন্ন প্রচার মাধ্যমকে চীনের সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে বিনিময় , পারষ্পরিক সমঝোতা ও সৌহার্দ্যপূর্ণ সহযোগিতা জোরদার করার জন্য উত্সাহিত করে । চীন আশা করে, এ সব প্রচার মাধ্যম বেশী বেশী জনগণের মধ্যকার সমঝোতা ও সহানুভূতি বাড়ানোর কাজ করবে এবং উস্কানি দেওয়া বা বানোয়াট প্রচার্ড কম করবে । উল্লেখ্য, গত ১৪ মার্চ মুষ্টিমেয় কিছু উগ্রবাদী লাসায় লুটপাট, অগ্নিসংযোগ ও ভাংচুর সহ নানা ধরনের নাশকতামূলক কর্মকান্ড চালায়। সহিংসতায় ১৮জন নিরীহ মানুষ নিহত, ২৮৩জন আহত এবং বেশ কিছু দোকান ও বাড়ীঘর বিধ্বস্ত হয় । সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ২৫ কোটি রেন মিন পি ।
|
|
|