৮ এপ্রিল পেইচিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে চিয়াং ইয়ু তিব্বতে চীন সরকারের নীতি বর্ণনা করেছেন । তিনি বলেন , বিপুল বাস্তবতা থেকে প্রমানিত হয়েছে যে , তিব্বতের সামাজিক , অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়ন ইতিহাসের সবচেয়ে ভালো সময়পর্বে রয়েছে ।
চিয়াং ইয়ু বলেন , চীন সরকার তিব্বতে স্বায়ত্তশাসিত ব্যবস্থা নেয় , ফলে তিব্বতের বিভিন্ন জাতির জনগণের গণতান্ত্রিক অধিকার সুনিশ্চিত হয়েছে । চীন সরকার এবং বিভিন্ন স্তরের আঞ্চলিক সরকার ও সংস্থা তিব্বতের উন্নয়নে মানব সম্পদ , সামগ্রী ও আর্থিক সাহায্য দিয়েছে । তিব্বতের জি ডি পির প্রবৃদ্ধির হার ১২ শতাংশ বজায় রয়েছে ।
চিয়াং ইয়ু আরো বলেন , চীনের কেন্দ্রীয় সরকার তিব্বতের ধর্মীয় স্বাধীনতা বিশ্বাসী । তিব্বতে বৌদ্ধ ধর্মের সুষ্ঠু সংরক্ষণ করা হয়েছে । তিব্বতের এক হাজারেরও বেশি মন্দির সুরক্ষা করা ছাড়াও দেশে ৫০টিরও বেশি তিব্বতবিদের গবেষণা সংস্থা স্থাপন করা হয়েছে । (শুয়েই ফেই ফেই)
|