|
|
(GMT+08:00)
2008-04-08 21:13:17
|
দালাইয়ের কথাকথিত " মধ্য পথ" বিশ্বসযোগ্য নয়
cri
সম্প্রতি " তিব্বতী স্বদেশীদের প্রতি" দালাইয়ের স্বাধীন তিব্বত" প্রয়াসকে সমর্থন না করার এবং" এবং " মধ্য পথ" অনুসরণের কথা বলে বিবৃতি দিয়েছেন দার সমালোচনা করেছেন চীনের পররষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং ইয়ু । ৮ এপ্রিল পেইচিংএ এক সংবাদ ব্রিফিংয়েতিনি বলেন, দালাই হলেন রাজনীতির সঙ্গে ধর্মকে সংযুক্ত ভূমিদাস ব্যবস্থা চালুর প্রধান প্রতিনিধি । এই ভূমিদাস ব্যবস্থা মানব জাতির ইতিহাসের সবচেয়ে অন্ধকার পর্ব । এই ব্যবস্থায় কোনো গণতন্ত্র, স্বাধীনতা ও মানবাধিকার ছিল না বরং কেবল ছিল ভুমিদাসের মালিকদের বিশেষ অধিকার । দালাই বলেন, লাসার সহিংসতার সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। চিয়াং ইয়ু এই কথার সমালোচনা করে জোর দিয়ে বলেন, দালাইয়ের কর্মকান্ডে তার স্বঘোষিত " শান্তি", " অহিংস" নীতি যে পুরোপুরি মিথ্যা তা প্রমাণিত হয়েছে ।
|
|
|