v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-04-08 18:58:42    
১৪ মার্চ ঘটনা সম্পর্কে সি আর আইয়ের শ্রোতাদের প্রতিক্রিয়

cri
    সম্প্রতি চীন আন্তর্জাতিক বেতারের অনুষ্ঠান ও বিভিন্ন ভাষার ওয়েবসাইটে তিব্বতের ১৪ মার্চের সহিংস ঘটনার প্রকৃত বিবরণগুলো বিশ্বের বিভিন্ন দেশের শ্রোতা ও নেটিজেনের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে । শ্রোতাবন্ধু ও ইন্টারনেট ব্যবহারকারীরা চিঠি , ইমেল ও টেলিফোনের মাধ্যমে সহিংস ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং চীন সরকারের প্রতি সমর্থন জানিয়েছেন । তারা বলেন , তারা পেইচিং অলিম্পিক গেমসের সঙ্গে তিব্বত ইস্যু সংযুক্ত করার বিরোধিতা করেন এবং আন্তরিকভাবে আশা করেন পেইচিংয়ে অনুষ্ঠেয় অলিম্পিক গেমস সফল হবে ।

    আর্জেন্টিনার শ্রোতা রিকার্দো হুয়েরতা সি আর আইয়ের স্প্যানিশভাষার ওয়েবসাইটে লাসার ১৪ মার্চের ঘটনা পড়েছেন । তিনি তার ওয়েব পেজে লিখেছেন , বিছিন্নতাবাদী শক্তির তিব্বতকে চীন থেকে বিছিন্ন করার প্রয়াসের বিবরণ পড়ে আমি ক্ষুব্ধ । বাস্তব অবস্থা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া থেকে উপলব্ধি করা যায় যে তিব্বতে সংঘটিত উদ্দেশ্যপ্রনোদি ও বেআইনী সহিংস কর্মকান্ডব্যর্থ হতে বাধ্য । ২৫ মার্চ রিকার্দো আবার সি আর আইয়ের স্প্যানিশ ভাষা বিভাগকে ফোং বলেন , তিব্বতের সহিংস ঘটনার খবরে আমি সত্যিই অবাক হয়েছি। আমি দু বার চীন সফর করেছি । চীন বিরোধী শক্তি তিব্বত ইস্যুকে অজুহাত হিসেবে ব্যবহার করে যে চীন বিরোধী প্রচার চালিয়েছে , তার কোনো ভিত্তি নেই। আমি চীন সফরকালে নিজের চোখে যা দেখেছি , তার সঙ্গেতাদের প্রচারণার কোনো মিল নেই । দুষ্কৃতকারীরা তিব্বতে যে সহিংস কর্মকান্ড চালিয়েছে এবং অলিম্পিক গেমস বর্জনের চেষ্টা করছে তাতে বেশি মানুষের সমর্থন পাবে না ।

    সি আর আইয়ের ইতালি ভাষার শ্রোতারাও ইমেল পাঠিয়ে তিব্বতের সহিংস ঘটনার বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন । ইতালি বিভাগের কর্মী চান চিন বলেন , ১৪ মার্চের ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুরনো শ্রোতা জিয়োরদানো মাশেসেলি টেলিফোন ও ফ্যাক্সের মাধ্যমে তার ক্ষোভ প্রকাশ করেছেন এবং চীন সরকারকে তার সমর্থন জানিয়েছেন । ইতালির অনেক নেটব্যবহারকারী ইন্টারনেটে এ ঘটনা সম্পর্কে তাদের অবস্থান প্রকাশ করেন । জিউসেপ নামে একজন নেটিজেন বলেন , তিনি এর আগে লাসা গিয়েছিলেন । তিব্বতের অধিবাসীদের সুখী জীবন নিজের চোখে তিনি দেখেছেন । তিনি বলেন , দালাই চক্রের উস্কানিতে এ সহিংস ঘটনা ঘটেছে । আশা করি আমি যখন আবার তিব্বত যাবো, তখন তিব্বতের শান্তি ও স্থিতিশীলতা দেখতে পাবো।

    তিব্বতের বিছিন্নতাবাদীদের অলিম্পিক বর্জনের কর্মকান্ড সম্বন্ধেজার্মানীর নেটিজন হেলমুট ম্যাট তার ইমেলে লিখেছেন , আমি শুরু থেকেই অনুমান করে আসছি যে কিছু মানুষ পেইচিং অলিম্পিক গেমসের সুষ্ঠু অনুষ্ঠানকে বাধা দেবে । আশা করি চীন সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ব্যবস্থা নেবে । পাশ্চাত্য দেশগুলোর গণ মাধ্যমগুলোর প্রচার সম্পর্কে আমার সবচেয়ে বড় অভিযোগ হল অসত্য খবর প্রচার করতে তারা কোনো দ্বিধা করে না এবং অসত্য খবর প্রচারের অভিযোগ স্বীকার করে নেওয়া তাদের পক্ষে সহজ নয় ।

    ভারতের শ্রোতাবন্ধু শহীদ আজমি সি আর আইয়ের হিন্দি বিভাগকে ফোনে তিব্বতের সহিংস ঘটনার নিন্দা করেন । তিনি বলেন , আমি লাসার সহিংস ঘটনার তীব্র বিরোধিতা করি । আমি জানি তিব্বতে বিরাট পরিবর্তন ঘটেছে । চীনের শীর্ষদেশ পর্যন্ত রেলপথ নির্মাণ করা হয়েছে । স্থানীয় মানুষের জীবন সুখী । কিন্তু দালাই চক্র তিব্বতের অগ্রগতি ও উন্নয়ন স্বীকার করতে চায় না । গোটা পৃথিবীর দৃষ্টি আকর্ষণের জন্য তারা পেইচিং অলিম্পিক গেমস আয়োজনের সুযোগ ব্যবহার করে ইচ্ছা করে সহিংসতা সৃষ্টি করেছে । আমরা আন্তরিকভাবে আশা করি , তিব্বত আরো সমৃদ্ধ হবে ,সেখানের মানুষ আরো সুখী হবেন । বিশ্বের শান্তিকামী মানুষ অবশ্যই পেইচিং অলিম্পিক গেমসকে সমর্থন করবেন ।

    তাঞ্জানিয়ার নেটিজেন ম্যাকহানা জে ম্যাকহানা বলেন চীনের নেতা ও চীনা জনগণ অবশ্যই তিব্বতের পরিস্থিতি সামাল দিতে করতে পারবে । আশা করি চীনারা হতাশ না হয়ে অব্যাহতভাবে অলিম্পিকের প্রস্তুতি চালিয়ে যাবেন ।