৮ এপ্রিল চীনের সংস্কৃতি মন্ত্রণালয় এক প্রেস ব্রিফিং-এ ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস উপলক্ষে ধারাবাহিক সাংস্কৃতিক অনুষ্ঠানসূচী প্রকাশ করেছে।
সহকারী সংস্কৃতি মন্ত্রী তিং ওয়েই জানিয়েছেন, এ বছরের মার্চ থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ৮০টিরও বেশি দেশ ও অঞ্চলকে নিয়ে ২শ' ৬০টিরও বেশি উত্কৃষ্ট অনুষ্ঠান এবং প্রায় ১শ' ৬০টি শিল্প প্রদর্শনী আয়োজন করা হবে। ২০ হাজারেরও বেশি দেশী-বিদেশী শিল্পী সংস্কৃতিক পরিবেশনা ও প্রদর্শনীতে অংশ নেবেন। এ বছর এটি হবে পেইচিং-এর ব্যপকভিত্তিক, মানসম্পন্ন ও দীর্ঘস্থায়ী সাংস্কৃতিক অনুষ্ঠান মালা।
অভ্যন্তরীন ও আন্তর্জাতিক এ দুই পর্যায়ে এ সব সাংস্কৃতিক অনুষ্ঠানে চীনের আধুনিক শিল্প প্রদর্শনী এবং বিশ্বের প্রথম শ্রেণীর সাংস্কৃতিক সংস্থাগুলোর শিল্পীদের সঙ্গীত, নাচ ও নাটকসহ বিভিন্ন বিষয়বস্তু থাকবে।
(খোং চিয়া চিয়া)
|