ভারতের অলিম্পিক কমিটির চেয়ারম্যান সুরেশ খালমাদি ৭ এপ্রিল নয়াদিল্লীতে বলেছেন, ১৭ এপ্রিল নয়াদিল্লীতে অনুষ্ঠিতব্য পেইচিং অলিম্পিক মশাল হস্তান্তর অনুষ্ঠানে কোন প্রকার হস্তক্ষেপ করা হবে না।
খালমাদি বলেন, ভারত সরকার মশাল হস্তান্তর অনুষ্ঠানের নিরাপত্তা কাজের বিন্যাস করছে। তিনি বিশ্বাস করেন, সরকার সমস্ত নিরাপত্তা সমস্যা ভালোভাবে নিষ্পত্তি করতে সক্ষম। এখন ভারতের অলিম্পিক কমিটি মশাল হস্তান্তর অনুষ্ঠানের প্রস্তুতিমূলক কাজ করছে। প্রস্তুতিমূলক কাজ শেষ হলে তারা মশাল হস্তান্তরের রোড ম্যাপ ও মশাল বাহকের নামের তালিকাসহ সংশ্লিষ্ট সফল তথ্য প্রকাশ করবে।
একই দিন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আনন্দ শর্মা বলেন, ভারত সরকার যে কোন মূল্যে মশাল হস্তান্তর অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে। তিনি বলেন, 'ভারত সরকার পেইচিং অলিম্পিক মশাল ভারতে নিরাপদে ও সুষ্ঠুভাবে হস্তান্তর হওয়ার ক্ষেত্রে আশাবাদী। ভারতের কর্মকর্তারা ও নিরাপত্তা সংস্থা মশালের নিশ্চিত নিরাপত্তা দিতে সক্ষম।' (ইয়ু কুয়াং ইউয়ে)
|