৭ এপ্রিল রাতে পেইচিং অলিম্পিক মশাল বিশেষ বিমান যোগে ফ্রান্সের রাজধানী প্যারিস ত্যাগ করে বিদেশে হস্তান্তরের ষষ্ঠ ধাপ – সান ফ্রান্সিস্কোর উদ্দেশ্যে যাত্রা করেছে।
স্থানীয় সময় ৭ এপ্রিল বেলা সাড়ে ১২টায় পেইচিং অলিম্পিক গেমসের মশাল হস্তান্তর অনুষ্ঠান প্যারিসের আইফেল টাওয়ারের নিচে শুরু হয়। হস্তান্তর অনুষ্ঠানটি তিব্বতের কতিপয় স্বাধীনতা পন্থীদের বিক্ষোভ ও বাধা অতিক্রম করে মশাল বাহকদের হস্তান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে বিকাল ৫টায় ছারলেতি স্টেডিয়ামে পৌঁছে। সেখানে অলিম্পিক মশালের প্যারিস ধাপের হস্তান্তর শেষ হয়।
৯ এপ্রিল পেইচিং অলিম্পিক মশাল হস্তান্তর অনুষ্ঠান সান ফ্রান্সিস্কোয় অনুষ্ঠিত হবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|