৬ এপ্রিল সিনহুয়া বার্তা সংস্থার একটি নিবন্ধে বলা হয়েছে, ১৪ মার্চ লাসায় দালাই চক্র একটি "সরকারী পুলিশ লামা'র কাপড় পরিয়ে সহিংস ঘটনার নায়ক সাজানোর মিথ্যা গল্প কাহিনী তৈরী করেছে। এবং এটা প্রমাণ করার জন্য একটি ছবিও বানিয়েছে। এখন প্রমাণিত হয়েছে সেটা ছিল স্রেফ দালাইয়ের কল্পকাহিনী।
আসলে যে ছবিটি দালাই প্রকাশ করেছে তা হলো ৬ বছর আগে "থিয়েন মাই ছুয়ান ছি" চলচ্চিত্রে অভিনয় করা দু'জন পুলিশের ছবি।
ছবির দুজন পুলিশ প্রমাণ করেছেন যে এ ছবিতে অভিনয়ের জন্য যখন পুলিশের পোশাক ছেড়ে ভিক্ষুর পোশাক পরার প্রস্তুতি নিচ্ছিলেন তখন ছবিটি তোলা হয়। ছবিতে পুলিশের পোশাকে কোনো ব্যাজ নেই। কিন্তু ২০০৪ সালের মে মাস থেকে পুলিশ বা সৈন্যদের পোশাকে ব্যাজ বাধ্যতামূলক করা হয়। এতে তাতে প্রমাণিত হয় যে, দালাই চক্রের কথা বানোয়াট। (ইয়াং ওয়েই মিং)
|