এ বছর তিব্বতের বিশ্ববিদ্যালয় স্নাতকের সংখ্যা ১১ হাজারেরও বেশি। ২০০৭ সালের তুলনায় যা ৩ হাজার বেশি। বিশ্ববিদ্যালয়ের স্নাতকের সংখ্যার দিক থেকে এটি একটি নতুন রেকর্ড।
তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, ২০০৮ সাল তিব্বতের বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের কর্মসংস্থানের কাজ সার্বিকভাবে শুরু হয়েছে। সংশ্লিষ্ট বিভাগ পরীক্ষার মাধ্যমে সরকারী কর্মকর্তা ও পেশাদার প্রযুক্তিবিদ নিয়োগ করছে। এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ৯৪০০ জন তিব্বতী স্নাতকের কর্মসংস্থান বাস্তবায়িত হবে। এ সংখ্যা তিব্বতের বিশ্ববিদ্যালয় স্নাতকদের মোট সংখ্যার ৮০ শতাংশেরও বেশি। অন্য স্নাতকরা জনশক্তি সম্পদ বাজারে প্রবেশ করে বিভিন্ন স্তরের শ্রম ও সামাজিক নিরাপত্তা বিভাগের সাহায্যে কর্মসংস্থানের সুযোগ পাবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|