৭ এপ্রিল পিপলস ডেইলির এক খবরে জানা গেছে, ২০০৮ সালে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের কৃষি, গ্রাম ও কৃষকদের জন্য ব্যয় হবে ২.০৭ বিলিয়ন ইউয়ান । যা গত বছরের চেয়ে ২৯.৫ শতাংশ বেশি ।
তিব্বতের ২৮ লাখ লোকের মধ্যে ৮০ শতাংশই কৃষক ও পশুপালক । সাম্প্রতিক বছরগুলোতে কৃষক ও পশুপালকদের অবস্থার পরিবর্তন এবং তাদের আয় বাড়ানো হলো তিব্বতের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের গুরুত্বপূর্ণ কর্তব্য ।
পরিকল্পনা অনুযায়ী ২০১০ সালে তিব্বতের ৮০ শতাংশেরও বেশি কৃষক ও পশুপালক নিরাপদ ও আরামদায়ক বাড়িঘরে থাকতে পারবেন এবং সকল গ্রামেই পানি, বিদ্যুত্, রাস্তা, টেলি যোগাযোগ, বেতার ,টেলিভিশন ও পোস্ট অফিসসহ নানা ধরনের অবকাঠামো নির্মিত হবে ।
(ছাও ইয়ান হুয়া)
|