|
|
(GMT+08:00)
2008-04-06 20:44:21
|
পেইচিং অলিম্পিক মশাল লন্ডনে হস্তান্তর শুরু
cri
৬ এপ্রিল থেকে লন্ডনপেইচিং অলিম্পিক মশাল হস্তান্তর শুরু হয়েছে। লন্ডন বিদেশে মশাল হস্তান্তরের চতুর্থ ধাপ। মশাল হস্তান্তর সাড়ে আট ঘন্টা ধরে চলবে এবং ৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে । বিশ্বজুড়ে মশাল হস্তান্তরের প্রক্রিয়ায় লন্ডরে মশাল যাত্রার দূরত্ব ও সময় সবচেয়ে লম্বা । ৮০জন লোক মশালবাহক এই হস্তান্তরে যোগ দিচ্ছেন। সেখানকার প্রথম মশালধারী হলেন ইয়াটিংয়ে ব্রিটেনের অলিম্পিক চ্যাম্পিয়ন স্টিভ রেডগ্রেভ এবং শেষ মশালধারী এথেন্স অলিম্পিক গেমসে নারীদের ২০০ ও ৪০০ মিটার দৌড় প্রতিযোগিতার চ্যাস্পিয়ন কেলি হোমস । পরর্বতী ধারে মশাল হস্তান্তর হবে ফ্রান্সের রাজধানী প্যারিসে। ফ্রান্স আধুনিক অলিম্পিকের জনক ব্যারন পিয়েরে দ্য কুবেতার জন্মস্থান ।
|
|
|