|
|
(GMT+08:00)
2008-04-06 19:30:16
|
তিব্বতের ধর্মাবলম্বীরা পূর্ণ ধর্মীয় স্বাধীনতা ভোগ করছে
cri
তিব্বতের লাসায় ১৪ মার্চের সহিংসতার মধ্য দিয়ে বিচ্ছিন্নতাবাদী প্রয়াস ব্যর্থ করে দেয়ার পর তিব্বতের বিভিন্ন মন্দিরে ধর্মীয় ক্রিয়াকর্ম ক্রমাগত স্বাভাবিক হয়ে আসছে । ধর্মাবলম্বীরা পূর্ণ ধর্মীয় স্বাধীনতা ভোগ করছে । তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সংখ্যালঘু জাতি বিষয়ক কমিশনের ভাইস চেয়ারম্যান গাপোই জিগইউন বলেন , তিব্বতে মোট ১ হাজার ৭ শোরও বেশি বৌদ্ধ মন্দির রয়েছে । এ সব মন্দিরে সব মিলিয়ে ৪৬ হাজার ৩ শো ভিক্ষু আছেন । তাদের বিভিন্ন ধরনের ধর্মীয় ক্রিয়াকর্ম সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ মর্যাদা পাচ্ছে । তিব্বতের বেশ কয়েকটি প্রধান মন্দির মোরামত ও সংস্কার করা হয়েছে । তিব্বতী বৌদ্ধ ধর্মের পুঁথি সংরক্ষণ করা হয়েছে । জানা গেছে , স্বায়ত্তশাসিত অঞ্চলের বিভিন্ন পর্যায়ের সরকার ভিক্ষুদের জীবনযাপনের ওপর বিশেষভাবে দৃষ্টি রাখে । তারা তাদেরকে সামাজিক বীমা ব্যবস্থার ভিতরে অন্তর্ভুক্ত করেছে । এ বছরের প্রথম দিকে ৫০ জনেরও বেশি ধর্মীয় ব্যক্তি তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের নতুন সদস্য নির্বাচিত হয়েছেন । (থান )
|
|
|