|
|
(GMT+08:00)
2008-04-06 18:55:06
|
তিব্বতের ঘটনার সত্যতায় বিভিন্ন দেশের নেট নাগরিকদের প্রতিক্রিয়া
cri
সাম্প্রতিক দিনগুলোতে সি আর আই অন লাইনের ৩৯টি বিদেশী ভাষা ওয়েবসাইটে তিব্বতের ঘটনার প্রকৃত তথ্য প্রচারিত হচ্ছে । একজন ইতালিয়ান ইন্টারনেট ব্যবহারকারী বলেন, লাসার সহিংসতা তিব্বতের সুখ ও স্থিতিশীলতা বিনষ্ট করেছে। জার্মান নেট নাগরিক হেলমুট ম্যাট তার ইমেলে বলেন, চীন বিরোধী শক্তি ও তিব্বতী বিছিন্নতাবাদীদের পরিচালনায় এবারের সহিংসতা ঘটেছে । পেইচিং অলিম্পিক গেমস ও আন্তর্জাতিক অঙ্গনে চীনের ভাবমূর্তি নষ্ট করা তাদের উদ্দেশ্য । স্পেন, চেক ও মরক্কো সহ কয়েকটি দেশের নেট নাগরিকরা তাদের ইমেলে অলিম্পিক গেমসকে রাজনীতির সঙ্গে জড়ানোর বিরোধীতা করেন। তা ছাড়া, অনেক নেট নাগরিক ব্যাখ্যা করে বলেন, দালাই চক্রের " কৃত্রিম দরদ আর খাঁটি সহিংসতার" চেহারা প্রকাশ্যে উন্মোচিত হয়েছে । তারা চীন সরকারের সংশ্লিষ্ট পদক্ষেপকে সমর্থন করেন । চীনের পুরোপুরি পেইচিং অলিম্পিক গেমস আয়োজনের ক্ষমতা আছে বলে তারা বিশ্বাস করেন ।
|
|
|