পিপলস ডেইলি পত্রিকার বিদেশী সংস্করণের খবরে জানা গেছে , ১৪ মার্চ তিব্বতের লাসা শহরে ভাংচুর , লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা করেছেন বিশ্বের বিভিন্ন স্থানে অধ্যয়নরত চীনা ছাত্রছাত্রীরা। ২৯ মার্চ কানাডার টরেন্টো শহরের কেন্দ্রস্থলের দুনদাস চত্বরে চীনের ছাত্রছাত্রীরা ' তিব্বত ঘটনার আসল রূপ উদঘাটন করুন , মাতৃভূমির একতা রক্ষা করুন ' -এই শিরোনামে একটি জনসমাবেশের আয়োজন করেন । জাপানে অধ্যয়নরত চীনা ছাত্র কমিটির প্রধান লি কুয়াং চে বলেন , সামাজিক স্থিতিশীলতা বানচাল করা এবং চীনকে বিচ্ছিন্ন করার সব অপপ্রয়াস তিব্বতী জনগণসহ চীনের সকল জাতির জনগণের দৃঢ বিরোধিতার মুখে ব্যর্থ হতে বাধ্য ।
সিংগাপুরের চীনা ছাত্র সমিতির চেয়ারম্যান ছেন সি বলেন , সিংগাপুরে অধ্যয়নরত চীনা ছাত্রছাত্রী ও পন্ডিতরা তিব্বতের বিছিন্নতাকামী শক্তির ন্যাক্কারজনক কর্মকান্ডেরনিন্দা করেন । তাদের কর্মকান্ডআন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন পাবে না । উত্তর আমেরিকার সহপাঠীদের প্রতি যুক্তরাষ্ট্রের কয়েক ডজন বিশ্ববিদ্যালয়ের চীনা ছাত্রছাত্রী সমিতির একটি বাণীতে বলা হয়েছে , তিব্বতকে মাতৃভূমি থেকে বিচ্ছিন্ন করার যে কোনো প্রয়াস সারা বিশ্বের চীনাদের নিন্দার মুখে পড়বে । এ বাণীতে আরো বলা হয়েছে , স্থানীয় জনগোষ্ঠীর জানমাল রক্ষার জন্য চীন সরকার যে সব প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে , আমরা দৃঢভাবে তা' সমর্থন করি ।
|