পরিবেশ উন্নয়ন ক্ষেত্রে পেইচিং যে বিরাট চেষ্টা চালিয়েছে, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কর্মকর্তারা ২ এপ্রিল তা স্বীকার করেছেন এবং ব্যক্ত করেছেন যে, অলিম্পিক গেমস চলাকালে পেইচিংয়ের বায়ুর গুণগত মান নিয়ে মোটেও সমস্যা হবে না।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পেইচিং অলিম্পিক গেমস সংক্রান্ত সমন্বয় কমিটির ভাইস চেয়ারম্যান রিচার্ড কেভেন গোস্পার ২ এপ্রিল পেইচিংয়ে এক সাক্ষাত্কারে বলেছেন, পেইচিং বায়ুর গুণগত মান উন্নয়নের জন্য ১৫ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেছে। অলিম্পিক গেমসের ইতিহাসে এটা বিষ্ময়কর ব্যাপার। গত কয়েক বছরে পেইচিং পরিবেশ উন্নয়নের জন্য চেষ্টা চালানোর পর বিরাট সাফল্য অর্জন করেছে।
পেইচিংয়ের পরিবেশ সুরক্ষা ব্যুরো সূত্রে জানা গেছে, ১৯৯৮ সাল থেকে পেইচিং প্রধানতঃ কয়লা, মোটর গাড়ি, শিল্প ও ধুলা দূষণ নিয়ন্ত্রণে এনেছে। পেইচিংয়ের বায়ুর গুণগত মান ধাপে ধাপে উন্নত হয়েছে। সংশ্লিষ্ট মানদন্ড পৌঁছানো দিনের সংখ্যা ১৯৯৮ সালের ১০০ থেকে বেড়ে ২০০৭ সালের ২৪৬-এ দাঁড়িয়েছে। এ বছর পেইচিং বায়ু দূষণ দূর করার কাজ আর জোরদার করবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|