চীনের সিনহুয়া বার্তা সংস্থার ২ এপ্রিল প্রকাশিত এক নিবন্ধে উল্লেখ করা হয়েছে, 'তিব্বতের স্বাধীনতা' পন্থীরা বিদেশে চীনের দূতাবাস ও কনসুলেট সহিংস হামলা করে অলিম্পিক গেমসের মশাল হস্তান্তরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। এটা হচ্ছে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং অলিম্পিক সনদ ও অলিম্পিক মর্মের প্রকাশ্য বিরোধিতা। এর মাধ্যমে তারা পুরোপুরি তাদের সহিংসতা ও শান্তি নষ্টের অপচেষ্টার অভিব্যক্তি প্রকাশ করেছে।
নিবন্ধে বলা হয়েছে, ১০ মার্চ থেকে বিদেশস্থ চীনের ১৮টি দূতাবাস ও কনসুলেটে পরপর 'তিব্বতের স্বাধীনতা' পন্থী ও তিব্বতকে সমর্থনকারী আন্তর্জাতিক সংস্থার ব্যক্তিরা সহিংস হামলা চালিয়েছে। এমন কি নেপালে জাতিসংঘের কার্যালয়ও তাদের হাত থেকে রেহাই পায় নি। কতিপয় 'তিব্বতের স্বাধীনতা' পন্থী ব্যক্তি স্থানীয় আইন উপেক্ষা করে বিদেশে অলিম্পিক গেমসের পবিন্ত্র মশাল হস্তান্তরে হস্তক্ষেপ অথবা ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা করেছে।
নিবন্ধে আরো বলা হয়েছে, 'তিব্বতের স্বাধীনতা পন্থীদের' বেআইনী তত্পরতার মাধ্যমে তাদের আসল রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়িত হবে না। আন্তর্জাতিক সম্প্রদায় তাদের সত্যিকার চেহারা উপলব্ধি করতে সক্ষম হবে। কয়েকটি দেশের জনগণ তাদের আচরণের নিন্দা করেছে। সংশ্লিষ্ট দেশের আইন বিভাগ সহিংস ঘটনা সৃষ্টিকারী তিব্বতের স্বাধীনতা পন্থীদের আইনানুসারে শাস্তি দিচ্ছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|