১ মে থেকে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের পর্যটন বাজার পুনরায় সার্বিকভাবে শুরু হচ্ছে। সম্প্রতি লাসার জীবনযাত্রা স্বাভাবিক হওয়ার পাশাপাশি তিব্বতের পর্যটন বিভাগ ধাপে ধাপে দেশী বিদেশী পর্যটকের জন্য উন্মুক্ত করছে । ফলে কিছু পর্যটক এখন তিব্বত যাওয়ার পথে রয়েছে ।
তিব্বতের পর্যটন ব্যুরোর উপ-মহাপরিচালক টানোর বলেন, তিব্বতে পর্যটন ক্ষেত্রের কর্মী সংখ্যা ১.৫ লাখ । তাদের প্রধান আয় পর্যটন ক্ষেত্রে হয় । বিশ্রামের সময় দীর্ঘ হলে তাদের স্বাভাবিক জীবনযাপনের মান ক্ষতিগ্রস্ত হবে ।
১৪ মার্চ লাসায় অল্প সংখ্যক অধিবাসীদের মারধোর, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার কারণে লাসার অর্থনীতির গুরুতর ক্ষতি হয়েছে । বিশেষ করে পর্যটন শিল্প । লাসার পর্যটন ব্যুরোর মহাপরিচালক গিয়াংকার মনে করেন, অলিম্পিক গেমস হলো মানবজাতির এক মহা ক্রীড়া অনুষ্ঠান । সে সময়আরও বেশি পর্যটক চীনে আসবেন । তিব্বতের চমত্কার প্রাকৃতিক দৃশ্য ও বৈশিষ্ট্যসম্পন্ন সাংস্কৃতিক রীতিনীতি অবশ্যই দেশী বিদেশী পর্যটকদের আকর্ষণ করবে ।
(ছাও ইয়ান হুয়া)
|