v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-04-04 20:07:35    
পেইচিং অলিম্পিক গেমসের অশ্বারোহন প্রতিযোগিতার প্রস্তুতি কাজ সুষ্ঠুভাবে চলচ্ছে

cri

বন্ধুরা, পেইচিং অলিম্পিক গেমসের অশ্বারোহন প্রতিযোগিতা হংকংয়ে অনুষ্ঠিত হবে। পেইচিং অলিম্পিক গেমসের অশ্বারোহন প্রতিযোগিতার বহু আলোড়ন সৃষ্টি করে। বর্তমানে ২৯তম অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির অশ্বারোহন কমিটির চেয়ারম্যান ও চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের রাজনীতি বিষয়ক বিভাগের পরিচালনা হেনরি তাংয়ের নেতৃত্বে প্রতিনিধি দল শাতি এলাকায় অলিম্পিক গেমস ও প্রতিবন্ধী অলিম্পিক গেমস গ্রামে ও অশ্বারোহনের প্রধান স্টেডিয়ামগুলোয় পরিদর্শন করেছেন। পরিদর্শনের পর হেনরি তাং বলেন, পেইচিং অলিম্পিক গেমসের অশ্বারোহন প্রতিযোগিতার প্রস্তুতি কাজ সুষ্ঠুভাবে চলচ্ছে।

শাতিনে অলিম্পিক গ্রমস ও প্রতিবন্ধী অলিম্পিক গেমস গ্রাম পরিদর্শনের পর হেনরি তাং বলেন, 'অলিম্পিক গেমস গ্রামের প্রস্তুতি কাজ সুষ্ঠুভাবে চলার জন্য আমার অনেক আনন্দ লাগে। বাসস্থান, খাদ্য ও নিরাপত্তা সুরক্ষার জন্য ভালভাবে পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। ওয়িলচেয়ার ব্যবহৃত ক্রীড়াবিদের জন্য বিশেষ ঘর রুপান্তর করা হয়েছে।'

শাতিনে হংকং ক্রীগা একাডেমি অলিম্পিক গেমস ও প্রতিবন্ধী অলিম্পিক গেমসের আশ্বারোহনের স্টেডিয়ামে রুপান্তর করা হচ্ছে। প্রতিনিধি দল এখানে পরিদর্শনের পর হেনরি তাং বলেন, 'ঘড়ির ঘরের সবগুলো ব্যবস্থা প্রথম পর্যায়ের। এটি ঘড়িগুলোর নিরাপত্তা সুরক্ষা করবে ও এ পরিবেশে বিশ্বের নানা স্থানের ঘড়ি হংকংয়ের আবহাওয়ার সঙ্গে সংগতিপূর্ণ হবে। যাতে ঘড়িগুলো সর্বশ্রেষ্ঠ অবস্থায় প্রতিযোগিতায় অংশ নিতে পারে।'

হেনরি তাং আরো বলেন, অনেক দেশ ও অঞ্চলের অলিম্পিক কমিটির সদস্য হংকংয়ে সংশ্লিষ্ট ব্যবস্থা ও স্টেডিয়াম পরিদর্শন করেছেন। তাঁরা হংকংয়ের বিশ্বের প্রথম পর্যায়ের ব্যবস্থা ও পরিকল্পনায় সন্তুষ্ট। তিনি আরো বলেন, 'অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির আশ্বারোহন কিমিটি পরের কয়েক মাসে অন্যান্য ক্ষেত্রের প্রস্তুতি কাজ পরিদর্শন করবে। যেমন, পরিবহন, নিরাপত্তা সুরক্ষা, হংকংয়ে আসা লোকসংখ্যার নিয়ন্ত্রণ, নিরোধন ও স্বেচ্ছাসেবকের প্রশাক্ষণ। যাতে বিভিন্ন ক্ষেত্রের প্রস্তুতি কাজের সুষ্ঠু চালানো নিশ্চিত করা যায়।'

সম্প্রতি হংকং বেসরকারী বিষয়ক ব্যুরোর স্থায়ী মহাসচিব ক্যারিয়ে ইয়াউ বলেন, পরের কয়েক মাসে হংকং প্রশাসনিক অঞ্চলের সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো কোনো কোনো সামাজিক সংস্থার সঙ্গে সহযোগিতা করে হংকংয়ের ১৮টি জেলায় অলিম্পিক গেমস আয়োজনের স্বাগত জানানো সংক্রান্ত তত্পরতা চালাবে। এর মাধ্যমে হংকংয়ে অলিম্পিক গেমসের স্বাগত জানানোর পরিবেশ আরো আন্তরিক হবে।