২ মার্চ পেইচিংএ চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয় আয়োজিত এক প্রেস ব্রিফিংএচীনের তিব্বত তত্ত্ব গবেষণা কেন্দ্রের বিজ্ঞান বিষয়ক কার্যালয়ের পরিচালক লিয়েন শিয়াং মিন বলেছেন, তিব্বতের রাজনীতি ও ধর্মের পৃথকীকরণ হচ্ছে ইতিহাসের অগ্রগতি । দালাই গোষ্ঠির ধর্মের সঙ্গে রাজনীতিকে সংযুক্ত করা ইতিহাসের উন্নয়ন ধারার পরিপন্থী।
তিনি বলেন, ধর্মীয় ব্যক্তি হলেও দালাই দীর্ঘকাল ধরে রাজনৈতিক তত্পরতায় নিয়োজিত রয়েছেন ।রাজনীতি ও ধর্মের একীকরণ পুর্নপ্রতিষ্ঠা করা তার উদ্দেশ্য । তিনি বলেন, এই ব্যবস্থা তিব্বতে অতীত হয়ে গেছে ।যে কোনো লোক তিব্বতে রাজনীতি ও ধর্মের একীকরণ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাইলে তিব্বতী জাতি সহ তিব্বতের বিভিন্ন জাতির জনগণের তীব্র নিন্দার শিকার হবে ।
|