|
|
(GMT+08:00)
2008-04-01 19:51:26
|
তিব্বতের মানবাধিকারকে মানবাধিকার অনিরপেক্ষভাবে দেখা ঠিক না
cri
সিনহুওয়া বার্তা সংস্থার ১ এপ্রিপ্রকাশিত এক ভাষ্যে বলা হয়েছে , " রঙিংন চশমা" পরে তিব্বতের মানবাধিকারকে দেখা ঠিক না । ভাষ্যটিতে বলা হয়, দীর্ঘকাল ধরে তিব্বতের মানবাধিকার বিষয়ে পশ্চিমা দেশের মানুষরা দ্বৈতনীতি অনুসরণ করছে । ১৪ মার্চের লাসা সহিংসতার পর পশ্চিমা গণ মাধ্যমগুলোয় আগের মতোই "সাদাকে কালো হিসেবে চালিয়ে দিয়ে চীনের বিরুদ্ধে ভিত্তিহীন সহ মন্তব্য প্রকাশিত হয়েছে । বিশ্বের উদ্দেশ্যপ্রনোদিত কোনো কোনো ব্যক্তিরা তিব্বতী জনগণের বাক স্বাধীনতার ছদ্মাবরণে উগ্রবাদদের সহিংসতাকে " শান্তিপূর্ণ বিক্ষোভ" বলে মনে করে। তারা আইন অনুযায়ী জানমাল রক্ষার জন্য চীন সরকারের গৃহীত পদক্ষেপকে " দমন " বলে আখ্যায়িত করেছে । ভাষ্যটিতে বলা হয়, বাস্তবতা থেকে প্রমাণিত হয়েছে যে, ১৪ মার্চ লাসায় সংঘটিত সহিংসতা মানবাধিকার লঙ্ঘন , সামাজিক শৃংখল নষ্ট এবং জানমাল বিপন্ন করার নাশকতামূলক তত্পরতা ।
|
|
|