১ এপ্রিল বিকেলে পেইচিং অলিম্পিক গেমসের মশাল কাজাখস্তানের আলমআতায় পৌঁছেছে । এর মধ্য দিয়ে সারা বিশ্বে এর হস্তান্তর প্রক্রিয়া শুরু হলো ।
১৫ লাখ জনসংখ্যার আলামআতা শহর হলো কাজাখস্তানের বৃহত্তম শহর ও পুরনো রাজধানী । ২ এপ্রিল পেইচিং অলিম্পিক গেমসের মশাল হস্তান্তর অনুষ্ঠান এখানে শুরু হবে । এটা হবে এ শহরের ইতিহাসে প্রথমবারের মতো অলিম্পিক মশাল হস্তান্তর । জানা গেছে, আঅমআতায় মশাল হস্তান্তরের দু'টি পর্যায় রয়েছে । প্রথমে শহরের উপকণ্ঠ পাহাড়ী অঞ্চলে মশাল হস্তান্তর হবে । পরে শহরে তা হস্তান্তর হবে । এ সময় কাজাখস্তানের প্রেসিডেন্ট নুরসুলতান আবিশেভিক নাজারবায়েভ মশাল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ।
(ছাও ইয়ান হুয়া)
|