v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-04-01 18:46:09    
গ্রেড মেকোং উপ এলাকার সহযোগিতায় চীন সরকার সক্রিয়ভাবে অংশ নিচ্ছে

cri

লাওসের প্রধানমন্ত্রী বুয়াসোন বুফাভানের আমন্ত্রণে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও ২৯ থেকে ৩১ মার্চ পর্যন্তলাওসে রাষ্ট্রীয়সফর করেছেন এবং ভিয়েনতিয়েনে অনুষ্ঠিত গ্রেড মেকোং উপঅঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা জি এম এসের তৃতীয় শীর্ষ সম্মেলনে উপস্থিত ছিলেন । দুদিনব্যাপী সম্মেলনে প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও মোট ২০টি কর্মসূচীতে অংশ নিয়েছেন । তিনি বলেন , চীন প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান এবং প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন" করার পররাষ্ট্রনীতিতে অটল থেকে আসছে । চীন সবসময় উপ এলাকার সহযোগিতাকে সক্রিয়ভাবে জোরদার করে আসছে । চীন উপ অঞ্চলের বিভিন্ন দেশের সঙ্গে অভিন্ন জায়গাকে আরও সুষম ও সমৃদ্ধ করার জন্য অক্লান্ত প্রচেষ্টা চালাতে ইচ্ছুক ।

লাওসে রাষ্ট্রীয়সফরকালে প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও লাওসের প্রধানমন্ত্রী বুয়াসোন এবং লাওসের প্রেসিডেন্ট চুয়ামালির সঙ্গে দেখা করেছেন । প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও চীন-লাওস সম্পর্ক উন্নয়নে পারস্পরিক রাজনৈতিক আস্থাকেজোরদার , আর্থ-বাণিজ্যিক সহযোগিতাকে গভীরতর করা এবং সফর বিনিময় জোরদার করার যে প্রস্তাব পেশ দিযেছেন লাওসের প্রধানমন্ত্রী বুয়াসোন তাকে স্বাগত জানিয়েছেন । দুদেশের যৌথ প্রচেষ্টার মাধ্যমে প্রতিবেশীসুলভ বন্ধুত্ব ও সার্বিক সহযোগিতায় আরও বেশি সাফল্য অর্জিত হবে বলে তিনি আশা করেন । তিনি বলেন , আমরা প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাওয়ের এবার লাওস সফরের ভূয়সী প্রশংসা করি । প্রধানমন্ত্রী ওয়েন এবং চীনা প্রতিনিধি দল আমন্ত্রিত হয়ে এবারের গ্রেট মেকোং উপ আঞ্চলিক সহযোগিতা সংক্রান্ত শীর্ষ সম্মেলনে অংশ নিতে এসেছেন বলে আমরা ধন্যবাদ জানাই । আমি আপনার সঙ্গে হাতে হাত মিলিয়ে চীন ও লাওসের মধ্যেকার ঐতিহ্যিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে সামনে এগিয়ে নিয়ে যেতে ইচ্ছুক ।

জি এম এসের তৃতীয় শীর্ষসম্মেলনে ওয়েন চিয়াপাও ভাষণ দিয়েছেন । তিনি ভাষণে জি এম এসের সহযোগিতা এবং এর ভবিষ্যতসম্পর্কে চীনের প্রস্তাব বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন । তিনি বুনিয়াদী ব্যবস্থা , বাণিজ্যিক পরিবহনের সুবিধাকরণ , স্বাস্থ্য ও মানব সম্পদ উন্নয়ন সহ ধারাবাহিক কিছু প্রস্তাব ও ব্যবস্থাগত দিক উত্থাপন করেছেন ।

সফরকালে ওয়েন চিয়াপাও যুব সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে কথাবার্তা বলেছেন । তিনি বলেন , চীন সরকার উপ অঞ্চলেরবিভিন্ন দেশের যুব সম্প্রদায়ের জন্য দুটি কাজ করবে । এক , ২০০৮ সাল থেকে আমরা উপ অঞ্চলেরবিভিন্ন দেশের চীনে লেখাপড়া করা যুব বন্ধুদের জন্য আরও ২০০টি বৃত্তির ব্যবস্থা দেব । যাতে তারা চীনের ইউয়ুন্নান , কুয়াংসি ও কুইচৌ এই তিনটি প্রদেশের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে পড়তে পারে । দুই , চীনের উদ্যোগে ছেলেমেয়েরা জাহাজে করে মেকো নদী ও লানছাং নদী পথে যুব সম্প্রদায়ের বিনিময় ও সহযোগিতা কর্মসূচীতে অংশ নেবে , উপ অঞ্চলের প্রাকৃতিক অবস্থা সম্পর্কে জানতে এবং পরস্পরের বন্ধুত্ব, সমঝোতা ও আস্থাকে জোরদার করবে ।

শিল্প বাণিজ্য ক্ষেত্রের প্রতিনিধিদের সঙ্গে কথাবার্তা বলার সময়ে ওয়েন চিয়াপাও বলেন , চীন সরকার অব্যাহতভাবে উপ অঞ্চলেরটেলিযোগাযোগসহ নানা বুনিয়াদী ব্যবস্থার নির্মাণ ও যোগাযোগে অবদান রাখতে চায় । তিনি বলেন , তথ্যসহ নানা বুনিয়াদী ব্যবস্থার নির্মাণ জোরদার , টেলিযোগাযোগ ক্ষেত্রে উপ অঞ্চলের সহযোগিতাকে গভীরে নিয়ে যাওয়া বিভিন্ন দেশের অভিন্ন প্রয়োজন ও আকাঙ্ক্ষা । আমরা ভালভাবে উপ অঞ্চলের তথ্যগত একপ্রেস ওয়ে নির্মাণ করব এবং তা কাজে লাগাব । আমরা ইন্টারনেটের সেবার মান উন্নত করব । যাতে উপ অঞ্চলের বিভিন্ন দেশের জনগণ এতে সত্যিকারভাবে উপকৃত হতে পারেন । চীন বিভিন্ন দেশের এবং এশিয় উন্নয়ন ব্যাংকের সঙ্গে তথ্যের জরুরী আদানপ্রদানের দ্বিতীয় পর্যায়ের প্রকল্পের পরিকল্পনা প্রণয়ন ও নির্মাণ করতে ইচ্ছুক ।

গ্রামাণঞ্চলের উন্নয়ন তরান্বিত করার জন্য ওয়েন চিয়াপাও জৈব জ্বালানীর উন্নয়ন ও ব্যবহার করার প্রস্তাব করেছেন । তিনি বলেন , চীন উপ অঞ্চলের দেশগুলোর ১৫ হাজার গ্রামীণ পরিবারের জন্য মিথেন গ্যাসের ব্যবস্থা করা এবং যৌথভাবে আন্তর্দেশীয় পশুর রোগ প্রতিরোধ জোরদার করতে ইচ্ছুক । চুং শাওলি