১ এপ্রিল চীনের বৃহত্তম সংবাদ সংস্থা সিনহুয়া বার্তা সংস্থার এক প্রবন্ধে বলা হয়, অতীতে,বর্তমান এবং ভবিষ্যতে তিব্বত চীনের অবিচ্ছেদ্য অংশ থাকবে । প্রবন্ধে বলা হয়, ১৪ মার্চ লাসায় মারবোর, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং তা থেকে দালাই চক্রের চীনকে বিভক্ত করার অপচেষ্টাই প্রতিফলিত হয়েছে ।
প্রবন্ধে বলা হয়, ৭০০ বছর আগে চীনের ইউয়ান রাজবংশ থেকে তিব্বত আনুষ্ঠানিকভাবে চীনের অংশে পরিণত হয় । ইউয়ান রাজবংশের রাজারা তিব্বতে প্রশাসনিক ব্যবস্থা চালু করে এবং ১৩৬৮ সালে মিং রাজ বংশ ইউয়ান রাজবংশের পরিবর্তে অব্যাহতভাবে তিব্বত শাসন শুরু করে । ১৬৪৪ সালে ছিং রাজবংশ মিং রাজবংশের পরিবর্তে তিব্বতের প্রশাসন আরও জোরদার করে । ১৯৪৯ সালে নয়া চীন প্রতিষ্ঠার পর চীনের কেন্দ্রীয় সরকার এবং তিব্বতে স্থানীয় সরকারের প্রতিনিধিরা তিব্বতের শান্তিপূর্ণ মুক্তি সম্পর্কিত চুক্তি স্বাক্ষর করেন । ১৯৬৫ সালে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠিত হয় । সত্যতা থেকে জানা যায়, ঐতিহাসিক কাল থেকেই তিব্বত চীনের অবিচ্ছেদ্য অংশ ।
(ছাও ইয়ান হুয়া)
|