সম্প্রতি তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের কমিউনিস্ট পার্টির কমিটির সম্পাদক চাং ছিং লি বলেন, তিব্বতের ৯৩ থেকে ৯৪ শতাংশ আর্থিক ব্যয় চীনের কেন্দ্রীয় সরকারের দেয়া । এর অর্থ হলো তিব্বতের মোট আর্থিক ব্যয়ের প্রতি ১০ ইউয়ানের মধ্যে কমপক্ষে ৯ ইউয়ান চীনের কেন্দ্রীয় সরকারের বরাদ্দ করা ।
পরিসংখ্যান অনুযায়ী গত ৫ বছরে তিব্বতের বিভিন্ন ক্ষেত্রে চীনের কেন্দ্রীয় সরকারের মোট বরাদ্দের পরিমাণ ৯৫ বিলিয়ন ইউয়ান রেন মিন পি । যা পূর্ববর্তী ৫ বছরের পরিমাণের ২.৪২ গুণ বেশি । ২০০৭ সালে চীনের কেন্দ্রীয় সরকারের তিব্বতকে দেয়া আর্থিক ভর্তুকি সেই বছরের তিব্বতের সর্বমোটআর্থিক ব্যয়ের ১০২ শতাংশে দাঁড়িয়েছে ।
তিনি আরও বলেন, তিব্বত চীনের কেন্দ্রীয় সরকারের সহায়তার সুযোগে স্থানীয় অর্থনীতির সুষ্ঠু ও দ্রুত উন্নয়ন ত্বরান্বিত করবে । সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা গেছে, ২০০৭ সালে তিব্বতের উত্পাদন মূল্য ছিল ৩৪.২ বিলিয়ন ইউয়ানেরও বেশি, যার গড়পড়তা জি.ডি.পি ১২ হাজার ইউয়ানেরও বেশি । তা ২০০২ সালের দ্বিগুণ হয়েছে । তিব্বতের অর্থনীতি একটানা ৭ বছরে ১২ শতাংশের প্রবৃদ্ধিরহার বাস্তবায়ন করেছে ।
(ছাও ইয়ান হুয়া)
|