v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-03-31 19:38:09    
পেইচিং অলিম্পিক মশাল রিলে অনুষ্ঠান থিয়েনআনমেন মহাচত্বরেঅনষ্ঠিত

cri

৩১ মার্চ পেইচিং অলিম্পিক গেমসের পবিত্র অগ্নি চীনের আন্তর্জাতিক বিমান কোম্পানির "অলিম্পিক গেমসের পবিত্র অগ্নি" নামক একটি বিশেষ বিমান যোগে এথেন্স থেকে পেইচিং রাজনৈতিক বিমানবন্দরে পৌঁছেছে । এদিন সকালে এ উপলক্ষে একটি অভ্যর্থনানুষ্ঠান এবং মশাল রিলে শুরু করার একটি অনুষ্ঠান থিয়েন আনমেন মহাচত্বরেঅনুষ্ঠিত হয়েছে । হু চিনথাও ও সি চিনপিংসহ চীনের নেতৃবৃন্দগণ এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কর্মকর্তা , গ্রীসের অলিম্পিক কমিটির কর্মকর্তা , পেইচিংস্থ বিদেশী কূটনীতিবিদ এবং জনসাধারণের ৬০০০ প্রতিনিধি এই মনোজ্ঞ অভ্যর্থনানুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

৩১ মার্চ থেকে পেইচিং অলিম্পিক গেমস শুরু হতে আরও ১৩০ দিন বাকি । পেইচিং সময় এদিন সকালে অলিম্পিক গেমসের উত্স এলাকা গ্রীসের অলিম্পিয়াড থেকে প্রাপ্তপবিত্র অগ্নি মহত সংগীতের মধ্য দিয়ে পেইচিং শহরের কেন্দ্র স্থল থিয়েন আনমেন মহাচত্বরেপৌঁছায় । উপস্থিত সকল জনসাধারণ আন্তরিকভাবে হাততালি ও উল্লাসের সঙ্গে তাকে স্বাগত জানান । উদ্বোধনী অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট হু চিনথাও চীনের ভূখন্ডে জ্বালানোপ্রথম "সিয়াং ইউয়ুন" নামক মশালটি চীনের বিখ্যাত ক্রীড়াবিদ, ১১০ মিটার হার্ডলদৌড়ের বিশ্ব রেকর্ড স্থাপনকারী লিউ সিয়াংয়ের হাতে তুলে দেন । তার পর তিনি বলেন , আমি ঘোষণা করছি , ২০০৮ সালের পেইচিং অলিম্পিক গেমসের মশাল রিলে এখন থেকেই শুরু হোক। এ মুহুর্ত থেকে অলিম্পিক গেমসের উত্স এলাকা থেকে প্রাপ্তপেইচিং অলিম্পিক গেমসের পবিত্র অগ্নি সারা বিশ্বে ১৩০ দিন ধরে চলতে থাকবে । মশাল রিলের শিরোনাম হল" সুষম জয়যাত্রা" এবং শ্লোগান হল" আবেগ জাগিয়ে তোলো, স্বপ্ন ছড়িয়ে দাও" । সিয়াং ইউয়ুন মশালটি পরবর্তী ১৩০ দিনের মধ্যে বিশ্বের পাঁচটি মহাদেশের ১.৩৭ লাখ কিলোমিটার পথ অতিক্রম করবে । এর মধ্যে প্রায় ২১ হাজার মশালবাহক এবং পাঁচ হাজার রক্ষী দৌড়বিদমশাল রিলে অংশ নেবেন । এটা অলিম্পিক গেমসের ইতিহাসে সবচেয়ে দীর্ঘএবং সবচেয়ে বেশী মশালবাহকের একটি মশাল রিলে দৌড় হবে ।

চীনের ভাইস চেয়ারম্যান সি চিনপিং অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন । তিনি অলিম্পিকের পবিত্র অগ্নির পেইচিং আগমনকে স্বাগত জানিয়েছেন । তিনি বলেন , একটি স্ববৈশিষ্ট্যের ও একটি উচ্চ মানের অলিম্পিগ গেমস অনুষ্ঠান করা গোটা চীনা জাতির সন্তানদের অভিন্ন আকাঙ্ক্ষা । চীন সরকার ও চীনা জনগণ বিভিন্ন দেশের ও বিভিন্ন অঞ্চলের ক্রীড়াবিদ ও বন্ধুদের পেইচিংয়ে মনোরমঅলিম্পিক গেমসে মিলিত হতে আসার জন্য স্বাগত জানান । আমরা বন্ধুদের সঙ্গে মিলে অলিম্পিক গেমসের মনোবল দৃঢ় ও সম্প্রসারণ করব । অনবরতভাবে বিশ্বের বিভিন্ন দেশের জনগণের সঙ্গে পারস্পরিক সমঝোতা ও বন্ধুত্ব জোরদার করব । দীর্ঘস্থায়ী শান্তি, অভিন্ন সমৃদ্ধও সুষম বিশ্বগড়ে তোলার জন্য অক্লান্ত প্রচেষ্টা চালাতে থাকব ।

পেইচং অলিম্পিক মশাল রিলে চালু হওয়ার মাধ্যমে অলিম্পিক গেমসের মনোবল ১৩০ কোটি চীনা জনগণ ও বিশ্বের পাঁচটি মহাদেশের জনগণের মনে আরও গভীর ছাপ ফেলবে ।

মশাল রিলে অনুষ্ঠানকে আশির্বাদ জানানোর জন্য বিশ্ব অলিম্পিক কমিটির চেয়ারম্যান জ্যাকস রগ অভিনন্দন বাণী পাঠিয়েছেন । আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পেইচং অলিম্পিকের সমন্বয় কমিটির চেয়ারম্যান হেইন ভারব্রুগেন রগের পক্ষ থেকে অভিনন্দন বাণী পড়ে শুনিয়েছেন । রগ তার বাণীতে বলেন , আমি গভীরভাবে বিশ্বাস করি , পেইচিং অলিম্পিক গেমস শুধু ক্রীড়া ক্ষেত্রে উজ্জ্বল সৃষ্টির সময় নয় . তা চীনা জনগণ ও বিশ্ব জনগণের পরস্পরের কাছ থেকে শিক্ষা নেয়া , পরস্পরকে জানা ও পরস্পরের প্রতিসম্মান প্রদর্শনের এক মহান সুযোগ ।

২৪ মার্চ পবিত্র অগ্নি গ্রীসের অলিম্পিয়াডে সাফল্যের সঙ্গে হস্তান্তরেরপর গ্রীসের ভেতরে সাত দিন ধরে মশাল রিলে দৌড় অনুষ্ঠিত হয় । ৩০ মার্চ অলিম্পিকের পবিত্র অগ্নি হস্তান্তর অনুষ্ঠান এথেন্সে অনুষ্ঠিত হয় । পেইচিং অলিম্পিক কমিটির সাংগঠনিক কমিটির চেয়ারম্যান লিউ ছি দল নিয়ে এথেন্সে গিয়ে পবিত্র অগ্নিকে পেইচিংয়ে নিয়ে এসেছেন । ৩১ মার্চ মশাল রিলে শুরুর অনুষ্ঠানে তিনি বলেন , আমরা সার্বিকভাবে সবুজ অলিম্পিক , বিজ্ঞান ও প্রযুক্তির অলিম্পিক এবং মনুষ্য অলিম্পিক বাস্তবায়িত করব । সর্বাধিক শক্তি নিয়ে বিভিন্ন প্রস্তুতির কাজ সম্পন্ন করব এবং সর্বাধিক আন্তরিকতা ও প্রচেষ্টার মাধ্যমে ২০০৮ সালের পেইচিং আলিম্পিক গেমসের সাফল্যকে নিশ্চিত করব ।---চুং শাওলি