গ্রীস সময় ৩০ মার্চ বিকালে ২৯তম অলিম্পিক গেমসের পবিত্র মশাল হস্তান্তর অনুষ্ঠান এথেন্স শহরের কেন্দ্রস্থলের পানাথিনাইকো স্টেডিয়ামে জাকজমকের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য , চীনের কমিউনিস্ট পার্টির পেইচিং শাখার সম্পাদক , পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান লিউ ছি গ্রীসের অলিম্পিক গেমস কমিটির চেয়ারম্যান মিনোস কিরিয়াকোর হাত থেকে পেইচিং অলিম্পিক গেমস ২০০৮-এর পবিত্র মশাল গ্রহণ করেছেন । গ্রীসের প্রেসিডেন্ট কারোলোস পাপুলিয়াস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
মশাল হস্তান্তর অনুষ্ঠানে লিউ ছি তাঁর ভাষণে বলেছেন , চীনা জনগণের উদ্দেশ্যে গ্রীস জনগণের মৈত্রী ও শুভেচ্ছা বহন করে অলিম্পিক গেমসের পবিত্র মশাল মহা অলিম্পিক ক্রীড়ার উত্স থেকে রওয়ানা হয়ে পেইচিংয়ের মহাপ্রাচীরে পৌঁছাবে । আমাদের বিশ্বাস , অলিম্পিকের মর্ম হল মানবজাতির সংস্কৃতির সাফল্য । অলিম্পিক গেমসের পবিত্র আগুণ হল শান্তি ও মৈত্রীর প্রতীক । সুষম মর্মের পেইচিং অলিম্পিক গেমসের মশাল রীলে নিশ্চয়ই সফল হবে । (শুয়েই ফেই ফেই)
|